দিনমজুর হাবিব গম, সার, চাল, সিমেন্ট, বালুসহ বিভিন্ন পণ্যের বস্তা টানেন। ৩০০ থেকে ৪০০ টাকা পান তিনি। ৬২ বছর বয়সী হাবিব আগের মতো কাজ করতে পারেন না। সকাল ৭টায় কাজে আসেন, রাতে বাড়ি ফেরেন। তিনি বলেন, ‘আমার দুই ছেলে, দুই মেয়ে। ঘরে ছয় জন। বড় ছেলেও দিনমজুর। তার স্ত্রী ও এক ছেলে আছে। ছোট ছেলে কিছু করে না। খুব কষ্টে সংসার চালাতে হয়। মাস শেষে বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, জ্বালানি কাঠ কিনতেই টাকা ফুরিয়ে যায়। রোজার সময় বাড়ির সবাই ইফতার-সেহরিতে একটু ভালো খাবার খেতে চায়। পণ্যের যে দাম, তাতে কি ভালো কিছু কিনতে পারব?
Read More