ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থ সেন্ট মার্টিন দ্বীপের পরিবারগুলোর পাশে দাঁড়াই

ঝুপড়িঘরগুলো মাটির সঙ্গে মিশে গেছে, আধা পাকা ঘর ভেঙে পড়েছে, কোনো কোনো ভবনের টিনের ছাউনি উড়ে গেছে, নারকেলগাছগুলোর মাথা ভাঙাI মোখার আঘাতে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনপদ সেন্ট মার্টিন। জলোচ্ছ্বাস না হওয়ায় মানুষ বেঁচে গেছে, কিন্তু দরিদ্র মানুষের ঘরবাড়ি টিকে নেই। তাদের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। দ্বীপে ১ হাজার ৯০০টির মতো ঘরবাড়ি আছে। ৭০০টির মতো ঘরবাড়ি প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এসব কাঁচা অথবা ঝুপড়ি—টিন, চাটাই অথবা ত্রিপল দিয়ে তৈরি। আরও ৩০০টির মতো ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানপাট, হোটেল, রিসোর্টও ক্ষতির মুখে পড়েছে। অনেক গাছপালা ভেঙেছে। আসুন আমরা একত্রিত হই এবং যাদের আশ্রয় প্রয়োজন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের হাত প্রসারিত করি। আপনি যতটা পারেন উদারভাবে দান করুন।

Ref. News: https://www.prothomalo.com/bangladesh/district/kam1xlrrld

For Intel matching: : https://intel.benevity.org/cause/840-208728531, Please use one word, “Mokha” at the comment tab; please send your receipt to [email protected] for tracking purposes only.

Facebook Donation link: https://www.facebook.com/donate/1225163821502419/

বাংলাদেশে সাহায্য পাঠানোর ঠিকানা:
Bank Account:
Afrina Akter Anika
Account: 4404001031471
Routing No: 200270522 Sonal bank, BUET,Dhaka
Phone:01633151698
বিকাশ - 01633151698 নগদ- 01633151698

For more information, please contact Shaestagir Chowdhury: [email protected]

Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.

Project created on 5/22/2023

Pay Now