“অংকুর ইন্টারন্যাশনাল+সংযোগ+বুয়েট৯০” সাড়া fundraiser:

করোনা মহামারীর এই সংকটময় সময়কালে আমরা যে কেউ এর নির্মম শিকার হতে পারি যেকোনো সময় ! মনে করুন , আজ ভোরে ঘুম থেকে উঠে দেখলেন আপনার করোনা সিম্পটমস অথবা অন্য কোনো অসুখ ! কিন্তু আপনি গৃহবন্দী ! হাসপাতালে অথবা ডাক্তার অফিস-এ যেতে ভয় পাচ্ছেন ! আপনার এই দুশ্চিন্তা দূর করতে এবং সংক্রমণ থেকে আপনাকে এবং অন্যদের দূরে রাখতেই আমাদের ডাক্তার -বুয়েটিয়ানদের যুগ্ম প্রয়াস “সাড়া” !

'সাড়া টেলিমেডিসিন' সার্ভিস ইতিমধ্যেই শহরে,গ্রামে,প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় একটি বিশ্বস্ত টেলিমেডিসিন সার্ভিস-এ পরিণত হয়েছে ।এই টেলিমেডিসিন সার্ভিসে যারা নিয়মিত চিকিৎসা সেবা,পরামর্শ দিয়ে থাকেন তারা 'সাড়া'র নিবেদিত চিকিৎসক। সাথে আছেন দেশে ও বিদেশে অবস্থানরত স্পেশালিস্ট ! আপনার কি মাথাব্যথা ? ক্যান্সার? আপনি দরিদ্র অথবা ধনী যেই হন - সাড়া তে কল দিন ! আমরা সাড়া দিবো! শুধু তাই নয়, সাড়ার নিবেদিত স্বেচ্ছা সেবকরা সমগ্র দেশের প্রত্যন্ত অঞ্চলে টেলি-মেডিকেলক্যাম্প বসিয়েও চিকিৎসা সুবিধা দিচ্ছে। বাংলাদেশের উত্তর প্রান্তের দহগ্রাম-আঙ্গরপোতা থেকে শুরু করে দক্ষিণে হাতিয়া দ্বীপ পর্যন্ত সাড়ার চিকিৎসা সুবিধা পৌঁছে গেছে সুবিধা-বঞ্চিত মানুষের ঘরে ঘরে। প্রতিদিন প্রায় দুই শত রোগীকে দেখছেন সাড়ার ডাক্তাররা, সপ্তাহে সাত দিন, দিনে ২৪ ঘন্টা ! সাড়ার এই সার্ভিস দিনে দিনে বাড়বে, সারাদেশ এই টেলিমেডিসিন সার্ভিস নিবে। অনেক ডাক্তার প্রয়োজন হবে। আমাদের এই মহতী উদ্যোগে আপনিও যোগ দিন। সাথে থাকুন !

In this COVID-19 pandemic time, any of us can be the next victim - think of a day you wake up with corona symptoms or a severe pain and you are scared to go to a doctor’s office or hospital to see a doctor. Don’t worry, just call Saara telemedicine and an experienced doctor will take care of you -no matter if it is a simple or complicated health condition! Saara not only has primary care physician, but also has a pool of national/international specialist to help based on your medical needs. No matter you are extremely poor or a super rich patient, no matter if you live in a remote area of Bangladesh or luxurious place, Saara telemedicine have doctors to take care of your health! Saara is also offering Medical camp in remote areas of Bangladesh by partnering with other charitable organizations. From Dohogram-Angorpota on the northwest corner to Hatia Island on the Southeast, Saara is providing health care to those unfortunate people who can’t afford or imagine any treatment for themselves!

Every day, Saara is taking care of ~ 200+ patients thru a dedicated hot line number. Saara’s service can be scalable-we can potentially handle many more patients as we expand our services and recruit more and more doctors for taking care of your family, friends and helpless people. If you want to be part of this divine effort of “Ankur +buet90+ BUET Alumni+ songjog” to help more people every day with quality treatment, please donate generously.

Please contact Shahriar Ahmed Chowdhury, Fahmida Khatun, Kanij Fatema, Ahmed Javed Jamal and Shaestagir Chowdhury "[email protected]" for more info.

Pay Now