‘৯৬ কেমিক্যাল এর আনোয়ার আজ মরণব্যাধি স্টেজ-৪ ব্রেইন ক্যান্সারে আক্রান্ত।
ময়মনসিংহ এর ফুলপুরে জন্ম নেওয়া আনোয়ার ১৯৯৬ সালে আনন্দ মোহন কলেজ থেকেএইচএসসি পাস করে বুয়েট কেমিক্যাল বিভাগে ভর্তি হয় একরাশ আশা নিয়ে। সোহরাওয়ার্দী হলের ৪০১ নং রুম থেকে শুরু হয় স্বপ্নের জাল বোনা।এরপর কত আড্ডা, হোমওয়ার্ক করা, এসাইনমেন্ট কপি, আর সেশনাল! মেধার ধারাবাহিকতা অব্যাহত রইল বুয়েটে-ও। সর্বদাহাস্যজ্জল, সহজ সরল ও পরোপকারী আনোয়ার বুয়েট থেকে পাস করার পর ২০০৩ সালথেকেই সে ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা শুরু করে, এবং অনেক স্কুলে শিক্ষকতা করেবর্তমানে BAF SHAHEEN ENGLISH MEDIUM COLLEGE (SEMC) এ থিতু হয়। বরাবরইঅন্তর্মুখী স্বভাবের আনোয়ার দুই মেয়ে (7th and 2nd grade), মা ও স্ত্রী নিয়ে সুখী জীবনযাপন করছিলো । তার স্ত্রী তারই স্কুল এর ক্লাসমেট, আনন্দ মোহন কলেজ থেকে প্রাণিবিদ্যা(zoology) তে এমএস করে বর্তমানে ডাক বিভাগে জব করছে।
শুরুটা যেভাবেঃ২০২২ এর জানুয়ারীর শেষের দিকে কিছু শারীরিক সমস্যা দেখা দিলে সে ডাক্তার এর কাছে যায়এবং ডাক্তার MRI and CTScan করতে দেয় এবং যত তাড়াতাড়ি সম্ভব সার্জারির সুপারিশকরে। কেমিক্যাল ‘৯৬ এবং ওর স্কুলের বন্ধুরা সবাই মিলে দ্রুত পরামর্শ করে ৩ ফেব্রুয়ারী স্ক্যয়ারহাসপাতালে সার্জারি ব্যবস্থা করে। সার্জারির আগেই ডাক্তার বলেছেন স্টেজ-৪ ব্রেইন ক্যান্সার।সার্জারির পর Biopsy report দেখেও স্টেজ-৪ বলছে। সার্জারি টা দ্রুত করানোর দরকার ছিলকারন টিউমার এর সাইজ টা অনেক বড় ছিল। ওর সার্জারির এবং আরও আনুসাঙ্গিক যে খরচসেটা আমাদের কেমিক্যাল ‘৯৬ থেকে দিয়েছি। আমরা আসলে আমাদের আনোয়ার কে নাবলেই কেমিক্যাল ৯৬ থেকে এই প্রাথমিক সাপোর্ট টা দিয়েছি যদিও সে নিতে ইতস্তত করছিল।
চিকিৎসার বর্তমান অবস্থাঃবর্তমানে তাকে সপ্তাহে ৫ দিন কেমো এবং রেডিও থেরাপি দেয়া হচ্ছে । এমুহূর্তে তাকে উন্নতচিকিৎসা করানোর জন্য দেশের বাইরে নেয়ার চেষ্টা করা যেতে পারে। প্রতি সপ্তাহে তার CBC (কমপ্লিট ব্লাড কাউন্ট) চেক করা হচ্ছে, যাতে দেখা যাচ্ছে তার CBC ধীরে ধীরে কমতে শুরুকরেছে (হয়তো কেমো অ্যান্ড রেডিও থেরাপির প্রভাব)। ডাক্তার নাকি বলছে দিনে দিনে সেকিছুটা দুর্বল হয়ে যেতে পারে।
আমরা কি করতে পারিঃযেহেতু রোগটা স্টেজ-৪ ক্যান্সার এবং তার দীর্ঘ মেয়াদি চিকিৎসা দরকার, তাই আমরা কেমিক্যাল৯৬ থেকে তাকে প্রস্তাব করি বুয়েট ৯৬ থেকে সাহায্য নেয়ার জন্য। তখন সে আমাদের জিজ্ঞেসকরে তার জটিল কোনো রোগ হয়েছে কি না, যার জন্য অনেক টাকা লাগবে? (আসলেআনোয়ার ও তার স্ত্রী এখনও জানে না তার স্টেজ-৪ক্যান্সার, ওরা জানে ব্রেইন এ একটাটিউমার ছিল, সার্জারি করে ফেলে দেওয়ার পর এখন কেমো এবং রেডিও থেরাপি দিলেই ভালহয়ে যাবে)। আমরা যখন তাকে বলি যে ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং তোমার দেশেরবাইরে গিয়ে একটু চেক করানোর দরকার। তখন সে সাহায্য নিতে রাজি হয় এই শর্তে যেচিকিৎসা শেষে এক্সট্রা টাকা (যদি থাকে) সে ৯৬ ফাউন্ডেশন এ ফেরত দিবে। আসলে আনোয়ারসব সময় অন্যকে দিয়েই অভ্যস্ত, কারো থেকে নেওয়ার চিন্তাটা ওর জন্য অনেক কস্টের। আমরাতাকে বুঝাতে পেরেছি যে তার এই মুহূর্তে ‘৯৬ এর সাপোর্ট নেওয়া দরকার। অবশেষে আনোয়ারমিলন (Ershadul Haque Milon) কে লিখিত অনুমতি দিয়েছে ফান্ড তোলার জন্য। আমাদের সাপোর্ট পেলে হয়তো তার জন্য উন্নত চিকিৎসা নেওয়াটা সহজ হবে।
‘Together We Can’ - এই বিশ্বাস নিয়ে স্ব-উদ্যোগী হয়ে আনোয়ারের বিপদে সকলকে এগিয়েআসার জন্য অনুরোধ করছি।
If you need further information, please contact:
Fahmida Khatun: [email protected]
Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.
Project created on 3/19/2022