ঢাবি ছাত্র আরিফের চিকিৎসায় আমরা
আরিফ বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের মাস্টার্স ছাত্র। বাড়ী ময়মনসিংহ, বর্তমানে আবাসিক ছাত্র হিসেবে সূর্যসেন হলে থাকে। বাবা একজন কৃষক ! চার বোনের একমাত্র ভাই আরিফ! টিউশনি করে পড়াশুনার খরচ চালাচ্ছে ।
দীর্ঘ কয়েক বছর যাবৎ আরিফ একটা জটিল রোগে ভুগছে। এই অসুখের মেডিকেল নাম ‘non-cirrhotic portal hypertension’। আরিফের লিভারে অবস্থিত portal vein block হয়েযাওয়ার এই vein এর রক্ত চাপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে spleen টা অনেক বড় হয়ে গেছে এবং অন্যান্য শিরা গুলোর pressure ও বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে spleen ও এই শিরাগুলো ফেটে পাকস্থলী এবং খাদ্য নালী থেকে রক্তপাত হয়ে জীবন-সংশয় দেখা দিতে পারে। লিভার নষ্ট হয়ে যেতে পারে!
লিভারকেয়ার হাসপাতালে সার্জন ডা. আক্তার আহম্মেদ এর দেয়া ট্রিটমেন্ট প্ল্যান “splenectomy and distal splenorenal shunting” প্লীহা কেটে ফেলা এবং portal vein এর pressure কমানোর জন্য বাইপাস করা। জটিল ও ঝুকিপূর্ণ, এই অপারেশনটা বাংলাদেশে সম্ভব নয় - ব্যাঙ্গালোর এ অবস্থিত মানিপাল হাসপাতালের ডাক্তারদের সাথে যোগাযোগ করলে diagnosis নিশ্চিত করে ওনারা অপারেশন করতে পারবেন। হাসপাতালের চিকিৎসা বাবদ খরচের একটা estimate US$ ১০,০০০ ! আনুষঙ্গিক অন্যান্য খরচ (একজনকেয়ার গিভার সহ যাতায়াত. থাকা-খাওয়া, medicine ) আরো $৫০০০ লাগতে পারে !
আরিফের অসুখের লক্ষণ গুলো শুরু হয় মাত্র আট বছর বয়সে তার পেট সবসময় ফুলেথাকতো এবং ওজন হ্রাস পেতে থাকে। অষ্টম শ্রেনিতে পেটের বাঁদিকে শক্ত পিন্ডের মতোঅনুভব করে সে। লিভার বিশেষজ্ঞ প্লীহা কেটে ফেলারও পরামর্শ দেয়। ২০১৭ সালে ঢাকাবিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে ঢাকা মেডিক্যাল কলেজের hepato-biliary surgery বিভাগেভর্তি হলেও ডাক্তাররা রোগের কোনো কারন খুঁজে না পাওয়ায় অপারেশন করেন নি। ২০১৯ সাল এ অপারেশন করতে যাই বি আর বি হাসপাতালে কিন্তু সেখানেও রোগটা সঠিক ভাবেধরতে পারে নাই। ২০২২ সালের শুরুর দিকে পেটের বাম পাশে পাজরের নিচে বেশ ব্যথা অনুভব করাতে চিকিৎসার জন্য পি জি হাসপাতালে ভর্তি হলে দুইমাস বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করারপর কোনো সিদ্ধান্ত জানাতে পারে নি। তারপর লিভারকেয়ার হাসপাতালে সার্জন ট্রিটমেন্ট প্ল্যানদেন !
যেই সময়ে আরিফের চাকরির প্রস্তুতি নেওয়ার কথা ছিল তখন সে সুস্থ হওয়ার জন্য সংগ্রাম করছি।
আসুন, সবাই মিলে আরিফের পাশে দাঁড়াই!
If you need further information, please contact:
Fahmida Khatun: [email protected]
Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.
Project created on 01/03/2023