আসসালামু আলাইকুম,, আমি,মোঃ আরিফুল হক রনি একজন B.Sc Engineer (EEE) (Ahsanullah University of Science & Tchnology-16th batch). জার্মানিতে TU Chemnitz-এ M.Sc অধ্যায়নরত অবস্থায় ২০১৬ সালে CNS vesculatis রোগে আক্রান্ত হয়ে পড়ায় জার্মানে বেশ কিছুদিন চিকিৎসার শেষে বাংলাদেশে চলে আসি। কিন্তু দেশে চলে আসার পর সম্পুর্ন প্যারালাইজড হয়ে পড়ি, আমার পরিবার আমাকে উন্নত চিকিৎসার জন্য wheel chair.এ করে by air.এ করে vellor CMC hospital ৮-১০ বার নিয়ে যান, যার ফলে কিছুটা সুস্থ হই কিন্তু হাটাচলা করতে পারিনা।বর্তমানে আরো অবনতির দিকে, সুস্থতার জন্য আরো উন্নত চিকিৎসার প্রয়োজন।
আমি CNS vesculatis রোগে ভুগছি অক্টোবর ৩./ ২০১৬ থেকে প্রায় ৭ বছর হতে চলছে । উল্লেখ যে, আমার পরিবার আমার সুস্থতার জন্য পরিবারের সামর্থের বাইরে খরচ করিয়াছেন।, বর্তমানে,আমার চিকিৎসার জন্য আমার পরিবার অনেক ঋনগ্রস্থ, এমতাবস্থায় আমার চিকিৎসা চালাইয়া যাওয়া কোনভাবেই সম্ভব না, বাবা একজন সরকারি চাকরীজিবী, উনি এখন অবসরপ্রাপ্ত। বাবার পেনশন ভাতাই আমাদের আয়ের উৎস।
গত বছর, জানুয়ারী ৩ / ২০২১ , আমার এক বন্ধু Mandy Olaf Merkel আমার জন্য একটি তহবিল সংগ্রহ করেছেন https://www.facebook.com/donate/762250581312780/ এই তহবিল থেকে প্রাপ্ত টাকা দিয়া আমি সাভার এর CRP তে গিয়ে বিভিন্ন ধরনের থেরাপী নিয়েছি, যারফলে কিছুটা উন্নতি লাভ করেছিলাম কিন্তু আমাকে ৬ মাস পরে আবার ফোলোআপে যেতে বলেন, কিন্তু অর্থের অভাবে আর যেতে পারিনাই। পাশাপাশি কোরোনা এবং আমার পরিবারের আর্থিক সমাস্যার কারনে আমার চিকিৎসা বাংলাদেশে শুরু করি, এবং পুরো পরিবার ঢাকা ছেড়ে গ্রামে চলে আসি, গ্রামে আসার পরে আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছি, বর্তমানে আমি পরনির্ভশীল, কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারছিনা বিধায় আপনাদের আর্থিক সহযোগিতা নিয়ে চেন্নায় এপোলো হাসপাতাল যেতে চাই, তার জন্য কমপক্ষে ২০ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা আমার পরিবারের পক্ষে কোন ভাবেই সম্ভব না, তাই সকল হৃদয়বান ব্যক্তি বর্গের কাছে আমার আকুল আবেদন আপনাদের আর্থিক সহযোগিতা নিয়ে আমি সুচকিৎসার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনে ফিরে যেতে চাই।আমি (মাস্টার্স) পরাশুনার জন্য ২০১৪ সালে জার্মানিতে যাই আর অসুস্থ হবার পর থেকে এখনো কোন ধরনের কাজ করতে পারি না।আরো দুঃখের বিষয় এই যে আমার স্ত্রী @tahmina akter ২০১৮ সালে Brain Tumor এ আক্রান্ত হয়ে ২০১৮ সালেই বাংলাদেশে প্রথম বার স্কয়ার হাস্পাতালে অপারেশন করানো হয় , আমার পরিবার ও আমার নিক্টস্থ বন্ধু বান্ধব ও আত্মিয় স্বজনের আর্থিক সহযোগীতায় । তাতে আমি সকলের প্রতি চির কৃতজ্ঞ, আর খুবই দুঃখের বিষয় পরের বছর ২০২০সালে ২ টি টিউমারঃ ধরা পড়ে, তখন তাকে চেন্নাই সি এম সি তে পুনরায় ২য় বার অপারেশন করানো হয়, ওর অপারেশনের জন্য টাকা সংগ্রহ করা হয় ১৯ আগস্ট ২০২০ Azhar Milon Shaminul Shakib Mominul HoQue Suraiya Shariff Lagna https://www.facebook.com/donate/3144031325652773/ আমার পরিবারে বাবাই ছিলেন একমাত্র উপার্জনকারি। মা একজন গৃহিনী। আমার পাশে দাড়ানোর মত কোন সহোদর ভাই বোন নাই বিধায় আমার এবং আমার স্ত্রীর সুচিকিৎসার জন্য আপনারা যারা এগিয়ে আসছেন তারাই হলেন আমার পরম আত্মীয় এবং আপনজন। আমার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করিলে আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকব এবং সুন্দর জীবন ফিরিয়ে পাবো বলে আশাবাদি, ইনশাআল্লাহ।
If you need further information, please contact:
Estiak Ahmad : [email protected]
Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.
Project created on 6/13/2022