"জাহিনুর ইসলামের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন”
=========================

নীলফামারীর জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের (চন্দনপাঠ) গ্রামের জাহিনুর ইসলাম। দারিদ্রের কষাঘাতে ভিটেমাটি হারিয়ে অবস্থান করেন শশুর বাড়ি জলঢাকা উপজেলার পূর্ব খুটামারা (ফজলতপাড়া গ্রামে। দীর্ঘদিন থেকে কমর ব্যথা অনুভূত হলে চিকিৎসা চলমান রাখেন। গত ২৪ আগস্ট হঠাৎ করে কমর ব্যথা বেশি অনুভূত হলে রংপুর ল্যাবএইটে বিভিন্ন টেস্টের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় যে কিডনিতে পাথর হয়েছে। তা দ্রুত অপারেশন করাতে হবে। দারিদ্র্যের সংসার, অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে সংসার চালায়। যা ছিলো এতো দিনে তা শেষ বিভিন্ন জনের কাছে ধার দেনা করে চিকিৎসা চালিয়ে নিচ্ছিলো।

কিডনিতে পাথর হওয়া দিনে দিনে ব্যথা ক্রমশ বেড়েই চলছে। ঠিকমতো কথা বলা, শুয়ে/বসে থাকতেও পারছে না। ব্যথা বেশি হলে আবারও রংপুর প্রাইম মেডিকেলে ভর্তি করায়। পরীক্ষা নিরীক্ষা করার পরে কিডনিতে ৫টা পাথর হয়েছে ধরা পরে। ১টা বড় ৪টা ছোট ছোট। অপারেশন করাতে ১লক্ষ ৫০ হাজারেরও বেশি টাকা প্রয়োজন। এতো গুলো টাকা জোগাড় করা জাহিনুর ইসলামের পরিবারের পক্ষে সম্ভব নয়।

জাহিনুর ইসলাম বাঁচতে চায়, ঋণের বোঝা পরিশোধ করে, ৩ মেয়ে (দুটো বড় একটি ছোট) ও স্ত্রীকে নিয়ে আবারো সংসার করতে চায়। আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে জাহিনুর ইসলামকে বাঁচিয়ে তুলুন।

ভিডিও ক্লিপ লিংক- https://fb.watch/7SV8gyyQvq/

Your donation is tax deductible in the USA. Please use your PayPal generated receipt for tax purposes.

For any question, please contact:
Sarif Masud: [email protected]

Project created on 09/13/2021

Pay Now