Save Mahira

Mahira - a six months old baby is suffering from liver disease and needs immediate liver transplant. Please read mother's request below:

আমার ছোট পরিবার, দুই কন্যা আর আমরা স্বামী-স্ত্রী। আমার ছোট মেয়ে মাহিরা ইবনাত জহির। ওর জন্ম ২৩শে জুলাই, ২০১৯। জন্মের পর থেকে ওর পায়খানা সাদা আর পেটে ফুলা ছিলো, কখনো ভাবিনি অনেক বড় রোগ নিয়ে ও বসে আছে।

ওর বয়স সাড়ে চার মাস বয়সে আমরা জানতে পারি, ও এক বিরল রোগ “Biliary Atresia” আক্রান্ত। এই রোগ শুধু ছোট বাচ্চাদের হয়। আমরা পিজি হাসপাতালে ভর্তি হবার পরই এতকিছু জানতে পারলাম। এই রোগে লিভার আস্তে আস্তে কিংবা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাও সেটা সেই রোগীর ধরন বুঝে। আমার মেয়ে মাহিরার অবস্থা খুব দ্রুত খারাপের পথে। ওকে যদি আমরা জন্মের চার সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে রোগ ধরে একটা সার্জারি দিতে পারতাম তাহলে লিভার ট্রান্সপ্লান্ট এর জন্য পাঁচ থেকে আট বছর সময় পেতাম। কিন্তু এখন আর সে সময় নেই। শুধু একমাত্র চিকিৎসা হল লিভার ট্রান্সপ্লান্ট। এর জন্য ওকে দেশের বাইরে নিয়ে যেতে হবে। পাশের দেশ ইন্ডিয়াতে সবচেয়ে কম খরচে এর চিকিৎসা আছে। কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট সবচেয়ে জটিল সার্জারি, তাও শিশুর সার্জারি। এর জন্য ইন্ডিয়ার হসপিটালে বিশাল অংকের টাকা চার্জ করে যেটা প্রায় ৪০-৫০ লক্ষ রুপি। বাংলাদেশের টাকায় ৬০-৭০ লক্ষ টাকা যা আমার মত মধ্যবিত্ত পরিবারের জন্য কল্পনার অলীক টাকার অংক। একটি মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে এই টাকা ম্যানেজ করা প্রায় অসম্ভব একটি কাজ। কিন্তু আমার মেয়ে মাহিরাকে বাঁচাতে আমার এই টাকাটা জোগার করতেই হবে। এই টাকা জোগাড় করা ছাড়া ওর চিকিৎসা খরচ বহন আমাদের পক্ষে অসম্ভব, কখনো ভাবিনি কারো কাছে আমাদের সাহায্য, সহযোগিতার জন্য হাত বাড়াতে হবে এক আল্লাহ ছাড়া। আল্লাহ আমাদের এক পরীক্ষায় ফেলেছে সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে হায়াত চাইছি।




আপনাদের কাছে আমার মেয়ের চিকিৎসার জন্য সহযোগিতা, সাহায্য কামনা করছি। আপনাদের সামান্য কিছু অবদান বাঁচাতে পারে আমার মেয়ের জীবন।

বিকাশ -
01840327282 (জনি, মাহিরার বাবা)
01717186255 (কেয়া, মাহিরার মা)
01822319468 (তৌকি, মাহিরার মামা)
01682099090 (রনি, মাহিরার চাচা)

ব্যাংক -
Islami bank ltd (Jahirul Islam Joni)
A/C:18700
Branch : Station Road, Chittagong.

Mercantile Bank Ltd (Tahmin Razwana)
A/C:119412126265397
Branch : Khulshi, Chittagong

For any question, please contact Ehsanul Karim: [email protected]

Pay Now