Our friend Masum Khan of NAME Department, BUET 87 batch, has been suffering from Kidney complications for a while. Both his kidneys have stopped working and hence he needs immediate kidney transplant to survive. Currently he is going through regular dialysis to carry on living. Doctors mentioned, he may need to do the surgery outside of Bangladesh due to severe complication. Last we heard he has started breathing issues recently.

আমাদের ৮৭ ব্যাচের বন্ধু ও সহপাঠী মাসুম খান। রশীদ হলের এই ছেলেটাকে অনেকেই চেনে। আড্ডাবাজির জন্য সে বিখ্যাত ছিল। বন্ধু কমলের সাথে তাঁকে প্রায়শই ঘুরতে দেখা যেত। যাকে বলে মানিকজোড়। দুঃখজনকভাবে কমল এখন পরপারে। আমাদের উদাসীনতায় বন্ধু মাসুমকেও আমরা হারিয়ে ফেলতে পারি চিরতরে। তাই আর দেরী নয়, মানসিক ও আর্থিকভাবে তাঁকে সাহায্য করার জন্য এস বুয়েট ৮৭ পরিবার আবার একত্রিত হই।

বুয়েটে ব্যাচ ৮৭ (এইচ. এস. সি) এর NAME বিভাগের মাসুম খান কিছুদিন ধরে কিডনির জটিলতায় ভুগছে। বর্তমানে ওর দুটো কিডনিই অকেজো। তাই তাৎক্ষণিকভাবে তাঁর কিডনি প্রতিস্থাপন প্রয়োজন। বেঁচে থাকার জন্য তাঁকে নিয়মিত ডায়ালাইসিসের মধ্য দিয়ে যেতে হচ্ছে। নিয়তির নির্মম পরিহাসে তাঁর স্ত্রীও বেশ কিছুদিন যাবৎ পক্ষাঘাতগ্রস্ত। ঘরের একমাত্র উপার্জনক্ষম সদস্য ব্যাক্তি ছিল মাসুম। মেরিন হাউজ লিমিটডে এ বেশ কবছর ধরে নৌ স্থপতি হিসেবে কর্মরত এবং বাংলাদেশে আধুনিক লঞ্চ ডিজাইনের প্রথম সারির একজন স্থপতি সে। তাঁর এই সঙ্কটজনক পরিস্থিতিতে তাঁর বন্ধু, সহকর্মী এবং আত্মীয়-স্বজনেরা অনেকেই এগিয়ে এসেছেন। কিন্তু প্রতিদিনের সংসার এবং চিকিৎসা খরচ উঠলেও কিডনি ট্রান্সপ্ল্যান্টের মত বিশাল অঙ্ক ওদের একার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। সেজন্য মাসুমের পাশে দাঁড়াতে সবার আন্তরিক সহযগিতা প্রয়োজন। কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া ও আনুষঙ্গিক খরচের আনুমানিক ব্যয় প্রায় ৩০ লক্ষ টাকা। যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে আমরা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি এই পরিমান অর্থ উঠাতে পারব।

let us come together to support him mentally & monetarily during this trying times.

Estimated cost for his kidney transplant process is approximately 30 Lacs BDT (~35,000 US Dollars).

Please contact Shaestagir "[email protected]", Rita "[email protected]", Shati "[email protected]", Kamrul "[email protected]", Jyoti "[email protected]" for more details.

Pay Now