দুঃখজনক ভাবে দুই পা কাটা পড়া মুখলেস (৩২ বছর মাত্র) এর জন্য সাহায্য এর আবেদন।
======================================================
২ লক্ষ টাকা প্রয়োজন মাত্র, ছেলেটিকে পায়ের উপর দাঁড়া করানোর জন্য।
তিন সন্তানের জনক ৩২ বছর বয়সের মুখলেস একজন ইলেক্ট্রিসিয়ান! ছোট খাটো কাজ করে সংসার চালিয়ে যাচ্ছিলো মুটামুটি। একদিন এর দুর্ঘটনায় তার দুটি পায়েই ইলেকট্রিক শক লেগে পুড়ে যায় , তাকে বাঁচাতে দুটি পা কেটে ফেলতে হয়. পরম করুনাময় এর দেয়া যেকোনো অঙ্গ ছাড়া মানুষ ভীষণ অসহায়। ছেলেটি এখন একেবারে বেকার হয়ে পরে। তার পরিবার নিয়ে সে খুব বিপদে পরে যায়। সে Ankur International এর কাছে দুইটি আর্টিফিসিয়াল পায়ের জন্য আবেদন করেছে। আর সকল এর অনুদান Ankur International এর বড় শক্তি!!! kindly help this poor soul.
Lame (legless) Md. Mukles age 32 son of Md Bareak Sheak, Village - Chargobudia, Post Office-Shambugonj, Mymensingh Sadar, Dist- Mymensingh. He is a poor family member. He worked as an electrician. Unfortunately, he was burn by electricity and loss his legs. Now he is living very hard life. He wants to do something for earn. He has wife and 3 children.
If you need further information, please contact:
kanij fatema: [email protected]
Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.
Project created on 6/03/2022