রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুয়েটে ইইই তে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। ২০১৮ সালের অক্টোবর মাস থেকে ছেলেটা বোন ক্যান্সারে আক্রান্ত। তার বাবা একজন প্রাইমারি স্কুল শিক্ষক এবং মা গৃহিনী। পরিবারের ৫ ভাই বোনের মধ্যে রুদ্রই সবার বড়। গত ১ বছরে তার বন্ধুরা তার জন্য ফান্ড রেইজ করে। এক বছরে প্রায় ১৭ থেকে ১৮ লক্ষ টাকা খরচ হয়। কিন্তু দূর্ভাগ্যবশত বাংলাদেশে তার ট্রিটমেন্ট সফল হয় না, শারীরিক অবস্থার আরো অবনতি হয়। করোনার প্রকোপ একটু কম মনে হলে ভারতের ভিসা পাওয়া যায় সাথে সাথেই ওর বাবা ওকে ভারতে নিয়ে যায়। ভারতে এম্পুটেশন সফল হয়। এখন ছেলেটার কয়েকটা কেমো, চেকাপ, কিছু ফলো আপ টেস্ট এবং সব শেষে একটা কৃত্রিপ পা লাগানো প্রয়োজন। এখনো প্রায় ৬-৭ লক্ষ টাকার প্রয়োজন, সেক্ষেত্রে পা লাগানোর জন্য খরচটা হচ্ছে ৪ লক্ষ টাকা। তার পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা আমাদের কাছে অনুরোধ করেছেন পাশে দাড়ানোর জন্য। সর্বোপরি সবার দুয়া আর সাহায্যে রুদ্র আবার ক্লাসরুমে ফিরে যাক এইটাই আশা করি।
Your donation is tax deductible in the USA. Please use your PayPal generated receipt for tax purposes.
For any question, please contact:
Fahmida Khatun: [email protected]
Kanij Fatema: [email protected]
Shaestagir Chowdhury: [email protected]
Project created on 02/21/2021