Eid Mubarak to all।
Many people have Zakat money left. Can some money be given for this treatment? Seeing and thinking that a healthy person can get this condition in just four months is heartbreaking. Just four months ago, we were as healthy and strong as we were.
The boy's name is Sabbir. Ages 13-15. Hafez in the 15-para Koran. Last year, Taraweeh prayers were offered at a mosque during Ramadan. But he is not good this Ramadan. You can see how it is in the picture.
Four months ago, he developed a tumor in his neck. A doctor operated on it. But after that, the tumor started spreading all over the body. When I saw a doctor in Rangpur, he referred me to PG/Dhaka Medical. But the boy's father is a day laborer. There is no way to bring it. He is now sitting at home and waiting for the last few days. The situation is not very good. Then it can be tried. At least brought to Dhaka and arranged an excellent treatment. The rest will be favorable if luck favors it or not. The effort is in our hands; the rest is God's help.
It was unfortunate to meet the boy. He is living with great pain. Zakat money can be given. If anyone wants to help, they can. We received the picture 10 days ago. And we went yesterday. You can see the change in just ten days in the picture. The boy is very young. It is at this age that there is such a significant danger.
সবাইকে ইদ মোবারাক
অনেকের যাকাতের টাকা বাকি আছে৷ কিছু টাকা কি দেয়া যায়??
মাত্র ৪ মাসের মধ্যে একজন সুস্থ সবল মানুষ এই অবস্থা হয়ে যেতে পারে দেখতে এবং ভাবতেই অবাক লাগতেছে। মাত্র ৪ মাস আগেও আমাদের মত সুস্থ,সবল ছিল।
ছেলেটার নাম সাব্বির। বয়স ১৩-১৫ বছর। ১৫ পারা কোরয়ানে হাফেজ। গত বছর রমজান এ একটা মসজিদে তারাবির নামাজ পড়িয়েছিল। কিন্তু এই রমজানে সে ভাল নাই। কেমন আছে ছবিতেই দেখতে পাচ্ছেন।
৪ মাস আগে তার ঘাড়ে একটা টিউমার হয়। এক ডাক্তার দেখায়ে সেটি অপারেশন করা হয়। কিন্তু তার পর থেকেই সারা গায়ে টিউমার ছড়ায়ে পড়তে শুরু করে। রংপুরে এক ডাক্তার দেখালে তিনি পিজি/ঢাকা মেডিকেলে রেফার করে দেন। কিন্তু ছেলেটার বাবা দিন মজুর। নিয়ে আসার কোন উপাই ই নাই। এখন ঘরে বসে আছে আর শেষ দিন গুলোর জন্য ওয়েট করতেছে। অবস্থা খুব একটা ভাল না। তারপর ও চেষ্ঠা করা যেতে পারে। অ্যাটলিস্ট ঢাকায় এনে ভাল একটা চিকিৎসার ব্যবস্থা করি। বাকিটা ভাগ্য সহায় থাকলে পজিটিভ হলে হবে নাইলে নাই। চেষ্ঠাটা আমাদের হাতে,বাকিটা আল্লাহ যদি সহায় হন।
ছেলেটার সাথে দেখা করে খুব খারাপ লেগেছিল। প্রচন্ড যন্ত্রনা নিয়ে দিন যাপন করতেছে। যাকাতের টাকা দেয়া যাবে৷ কেউ সাহায্য করতে চাইলে করতে পারেন। আমি ১০ দিন আগে ছবি পেয়েছিলাম। আর গতকাল গেলাম। যাস্ট ১০ দিনেই যা পরিবর্তন তা ছবিতে দেখতে পাবেন। আদ ছেলেটার বয়স টাও অনেক অনেক কম। এই বয়সেই ছেকেটার এতো বড় একটা বিপদ।