স্তন ক্যানসারে আক্রান্ত একজন অসহায় মায়ের চিকিৎসার আবেদন। :
==============================================================
দুই সন্তানের মা ও একজন রিকশাচালক-এর স্ত্রী সেলিনা খাতুন স্তন ক্যান্সারে আক্রান্ত। বয়স মাত্র ৩০ বছর। বাড়ি মাদারীপুর জেলার সিলাকচর গ্রামে।
আজ থেকে গত পাঁচ মাস আগে স্তনে ব্যথা অনুভব করলে তিনি গ্রাম্য ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা নেন। কিন্তু কিছুদিন পর যখন খুব ব্যথা হয় তখন চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকায় গিয়ে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারেন স্তনে টিউমার হয়েছে।
বর্তমানে টিউমারটি ক্যান্সারে রূপ নিয়েছে। ডাক্তার বলেছে টিউমারটি খুব দ্রুত অপারেশন করতে হবে। সেলিনা এখন ক্যান্সারের মত মরণঘাতী রোগ এর সাথে লড়াই করে চলছে। কিন্তু তার রিকশাচালক স্বামীর পক্ষে অপারেশনের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। অংকুর ফাউন্ডেশন যদি সেলিনার পাশে দাঁড়ায় তাহলে আল্লাহর রহমতে হয়তো তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন।
If you need further information, please contact:
Fahmida Khatun: [email protected]
Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.
Project created on 3/18/2022