আসসালামুয়ালাইকুম, আমি শারাবান তহুরা, বিগত তিন বছর যাবৎ পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত। আমি 2018 সাল থেকে চিকিংসা চালিয়ে যাচ্ছি। আমার এ পর্যন্ত তিন তিন বার অপারেশন হয়েছে, আমি 14 সাইকেল কেমোথেরাপি, ১৭ সাইকেল টার্গেট থেরাপি, চার মাস ওরাল টার্গেট থেরাপি সম্পন্ন করেছি, এই ব্যাধির সাথে যুদ্ধ করতে সব মিলিয়ে গত তিন বছরে আমার স্ট্রাগল এর সময়টায় সর্বমোট প্রায়ই 1.5 কোটি টাকা খরচ হয়েছে। এই বিশাল ব্যয়বহুল চিকিৎসা খরচ আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য বহন করা বিশাল কষ্টসাধ্য ব্যাপার। এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য আমার পরিবার আজ ঋণগ্রস্ত। যদি আপনারা আমার জন্যে একটু এগিয়ে আসতেন এবং আমার ফান্ডরেইজিং এর ব্যাপারে উদ্যোগ নিতেন আমি আরও কয়েকটি ইমিউনোথেরাপি এবং কেমোথেরাপি কন্টিনিউ করতে পারতাম।

আমি কাউকেই জোর করছিনা, যদি সম্ভব হয় এবং আপনাদের হাতে সময় থাকে তবে আমার পরবর্তী কয়েকটি ইমিউনোথেরাপি এবং কেমোথেরাপির জন্যে আপনাদের সবার একান্ত সহযোগিতা কামনা করছি।

ডাক্তার বলেছেন, আমার চিকিৎসার সমস্ত প্রটোকল ই দেয়া হয়েছে, এখন কেবলমাত্র ইমিউনোথেরাপি এবং কেমোথেরাপি ই বাংলাদেশে আমার একমাত্র চিকিৎসা। যেখানে বাংলাদেশের এই চিকিৎসার খরচ ই আমার পক্ষে আর বহন করা সম্ভব হচ্ছেনা, আপনাদের সহোযোগিতা ছাড়া পরবর্তী ইমিউনোথেরাপি এবং কেমোথেরাপি দেওয়া আমার পক্ষে আর সম্ভব হবেনা। সেখানে দেশের বাহিরে গিয়ে উন্নত চিকিৎসা করার মতো স্বপ্ন দেখাও আমার জন্যে অসম্ভব অকল্পনীয় অবাস্তব। আপনাদের সহযোগিতা না পেলে হয়তো কিছুদিনের মধ্যেই আমার ট্রিটমেন্ট বন্ধ করে দিতে হবে তাই আমি শেষবারের জন্যে আপনাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি। অনুগ্রহ করে যথাসম্ভব আপনার বন্ধুদের Tag করুন এবং আমার কথা গুলো আপনাদের পরিচিত সবার কাছে পৌছে দিন।

প্লিজ কেউ এড়িয়ে যাবেন না, আপনাদের একটি শেয়ার আমার ভীষণ প্রয়োজন। অনুগ্রহ করে আমার কথাগুলো সবার সাথে আমার প্রোফাইল থেকে শেয়ার করুন। অনুগ্রহ করে আমার এই লেখাটি অন্তর থেকে শেয়ার করুন এবং আপনাদের পরিচিত কোনও ফেইসবুক গ্রুপ, পেইজ যদি থাকে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।

আমার পোষ্ট টি প্লিজ এই লিঙ্ক থেকে শেয়ার করুন: tinyurl.com/yjovy5pp
ফেইসবুক আইডি লিঙ্ক - tinyurl.com/ydzrdghq
ফেইসবুক ফান্ডরেইজিং লিঙ্ক - tinyurl.com/yfeqjye9


আমি হয়তো খুব বেশি ফেইসবুকে থাকতে পারবো না এবং আমার পক্ষে হয়তো এর বেশী কিছু আর গুছিয়ে লেখা সম্ভব হবেনা, আপনাদের কাছে আমার অনুরোধ অনু্গ্রহ করে আমার কথাগুলো আপনাদের কাছের দূরের বন্ধু, আত্নীয় স্বজনের কাছে পৌছে দিন। বেঁচে থাকার এই লড়াইয়ে আমাকে সাহায্য করার জন্যে অনুগ্রহ করে সবাই যার যার অবস্থান থেকে একটু এগিয়ে আসুন, আপনার সামর্থ্য অনুযায়ী আমার চিকিৎসার জন্যে সাহায্য পাঠান।

My diagnosis: Ca Stomach, Metastatic adenocarcinoma, Krukenberg Tumor, Primary stomach

Your donation is tax deductible in the USA. Please use your PayPal generated receipt for tax purposes.

For any question, please contact:
Atiqur Chowdhury:[email protected]

Project created on 09/26/2021

Pay Now