মরণঘাতী ব্লাড ক্যান্সার-এ আক্রান্ত ২১ বছরের যুবক সোহেল বাঁচতে চায়
---------------------------------------------------------------------------------------------

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মাত্র ২১ বছরের যুবক মো: সোহেল। পরিবারের একমাত্র অবলম্বন, সদ্য কর্মজীবনে প্রবেশ করা সোহেল ব্লাড ক্যান্সার-এ ভুগছে । অটোচালক মোঃ জয়নাল হোসেনের ছোট ছেলে মো: সোহেল, বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার অজপাড়াগাঁ বালুরচর গ্রামে। সে স্থানীয় একটি ডায়গনিস্টিক সেন্টারে ৭০০০ টাকা বেতনে অফিস এসিস্টেন্টএর চাকুরী করত যেটা কিনা সে সুস্থ হওয়ার পর পুনরায় করতে পারবে বলে নিশ্চয়তা দিয়েছেন ঐ ডায়গনিস্টিক সেন্টারের সহ্রদয়বান কর্নধার।

সোহেলের বাবা দুর্ঘটনায় অসুস্থ থাকায় পরিবারের প্রয়োজনে কর্মজীবনে প্রবেশ করেছিল দশমশ্রেনি পর্যন্ত পড়াশুনা করা এবং বর্তমানে পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যাক্তি মো: সোহেল। স্থানীয় একটি ডায়াগনিস্টিক সেন্টারে চাকুরীর পাশাপাশি অবসরে কৃষি কাজে ও জড়িত থাকত। অফিস, কৃষি কাজ - এভাবেই চলছিলো সোহেলের জীবন। হঠাত একদিন শরীরে জ্বর, মাথাব্যাথা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে, প্রাথমিক পর্যায়ে স্থানীয় ডাক্তারদের পরামর্শে ঔষধ সেবন করলে কোন উন্নতি না হলে সে ঢাকায় এসে ডাক্তারদের কনসাল্টেন্সি এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় জুলাই, ৩১ তারিখে জানতে পারে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ৬ সেপ্টেম্বর সোহেল ভর্তি হয় ঢাকার ইবনে সিনা হাসপাতালে এবং প্রথম সাইকেল কেমোথেরাপি (প্রতিদিন একটি করে টানা সাতদিন) গ্রহন করে ! ইবনেসিনা তে প্রায় মাসখানেক থাকা কালীন অংকুর ফাউন্ডেশন-এর কাছে চিকিৎসা সহায়তা চাওয়ার সঙ্গে সঙ্গে তার ক্যান্সার এর কথা বিবেচনা ইবনে সিনা হাসপাতাল-এর বকেয়া বিলপরিশোধ করে এবং “মহাখালী ক্যান্সার ইনস্টিটিউট” এর ক্যান্সার বিশেষজ্ঞ-এর কাছে সোহেলের সকল রিপোর্ট পাঠালে ডাক্তার তার ২য় সাইকেল কেমোথেরাপী একইভাবে (প্রতিদিন একটি করে টানা সাতদিন) দেয়ার জন্য সাজেশন করেন। পরবর্তীতে ডিসেম্বর -এর প্রথম সপ্তাহে ২য় সাইকেল কেমোথেরাপী দেয়া হয় ! ডিসেম্বরের শেষ সপ্তাহে ডাক্তার এর পরামর্শক্রমে বেশি শক্তিশালীডোজ-এর তৃতীয় সাইকেল কেমোথেরাপি (প্রতিদিন একটি করো টানা তিনদিন ) সফলতারসাথে নিতে পেরেছে , আলহামদুলিল্লাহ! অত্যন্ত এগ্রেসিভ এই ক্যান্সার এর জন্য সোহেলের প্রয়োজন খুব এগ্রেসিভ কেমোথেরাপি ! প্রতিসাইকেল কেমোথেরাপি দিতে ব্যয়বহুল টেস্ট, ওষুধ ও প্লেটলেট দেয়া প্রয়োজন হয় যদি পাঁচ-ছয় রাউন্ড কেমোথেরাপি তে সোহেল সুস্থ হয়ে যায় তবে সোহেলের চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় $3500-$4000 (প্রথম থেকে শেষ পর্যন্ত)।

ডাক্তাররা এখন পর্যন্ত আশাবাদী সোহেলের রেডিও থেরাপি ও bone-marrow ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন হবে না ইনশাল্লাহ!

Your donation is tax deductible in the USA. Please use your PayPal generated receipt for tax purposes.

For any question, please contact - Fahmida Khatun: [email protected]

Project created on 01/03/2022

Pay Now