ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৪ তম ব্যাচের ছাত্রী সাফিয়া আক্তার এর মা, সুইটি আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত। সর্বশেষ তার ব্রেইন টিউমার থার্ড স্টেজে এসে ধরা পড়েছে । ২০১৬ সালের মাঝামাঝি সময়ে সাফিয়ার মা প্রায়ই অজ্ঞান হয়ে যেতেন, নিশ্বাস নিতে পারতেন না। একদিন অবস্থা খুব বেগতিক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল থেকে তাদের পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। হার্টবিট কমে ২৫ এ এসে যায়। ডাক্তার বললেন পেস মেকার বসানো ছাড়া রোগীকে বাঁচানো যাবে না।
এরপর তার পরিবার প্রায় সাত লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করায়। হার্টের সমস্যার সমাধান হলেও ওর মা কিডনি, লিভার, ডায়াবেটিকস, ইউরিন ইনফেকশান সহ আরও কিছু রোগে জর্জরিত হতে থাকলেন । কিন্তু সামনে যে ব্রেইন টিউমারের মত ভয়াবহ একটা অসুস্থতা অপেক্ষা করছে তা ওরা একেবারেই বুঝতে পারেনি। ওর মায়ের ব্রেইনের পেছন দিকে গ্লিওমা ধরা পড়েছে। এই টিউমারটা ধরা পড়ার তিন মাস আগে তিনি ইসকেমিক স্ট্রোক করেন এবং এর ফলে পরবর্তীতে চোখ দু'টো পুরোপুরি অন্ধ হয়ে যায়।
বর্তমানে নিউরোসাইন্সেস এন্ড হসপিটালের সহকারী অধ্যাপক ড. মনসুর আহমেদ এবং ড. আরিফ রেজা স্যারের অধীনে তাঁর চিকিৎসা চলছে। ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য সাফিয়ার মাকে অতিদ্রুত পার্শ্ববর্তী দেশ ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যেতে বলেছেন এবং এর জন্য ১২ লক্ষ টাকা প্রয়োজন। টানা চার বছরের চিকিৎসায় একটা বিরাট অঙ্কের টাকা ব্যয় হওয়ায় টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা করানোর ব্যয়ভার বহন করা ওর পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। সাফিয়ার পরিবার সহায়-সম্বলহীন হয়ে আপনাদের সকলের কাছে আকুলভাবে আবেদন করছে দয়া করে ওর মায়ের চিকিৎসার জন্য আপনারা সাধ্যমত এগিয়ে আসুন। সকলে সম্মিলিতভাবে এগিয়ে এসে ওকে সহযোগিতা করলে ওর মায়ের চিকিৎসা সম্ভব।
যতদ্রুত বারো লক্ষ টাকা যোগাড় করতে পারবে তত দ্রুত ওরা মাকে টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যেতে পারবে চিকিৎসার জন্য। প্লিজ সবাই একটু সাধ্যমত এগিয়ে আসুন। আপনি নিজে না পারলেও এই আবেদনটি সমাজের বিত্তবান মানুষের কাছে পৌঁছে দিবেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ ( সব পার্সোনাল)
Bkash - 01521256841
Bkash - 01622733397
Bkash - 01876625903
Nogod - 01521256841
Rocket - 01771557051
Bank Account: 1653205000000059 (Account Holder: Md Ratul), Branch: Joydebpur, Gazipur, UCB Bank
PayPal: [email protected]
(মোবাইল ব্যাংকিং বা পেপ্যালের মাধ্যমে সেন্ড করার সময় দয়া করে রেফারেন্স / মেইলে "For Safiya's Mother" কথাটা লিখে দিবেন)|
For any information about this project, please contact Ehsanul Karim Nazim: [email protected]