সালাম/আদাব/সবাইকে শুভেচ্ছা,

আশা করবো সবাই ভালো ও সুস্থ আছেন।

আমি, হূমায়রা ইউসুফ নাবিলা (বুয়েট, ইউ.আর.পি, ০৫) একটি বিশেষ নিবেদন নিয়ে এসেছি। আমার বাবা, প্রকৌশলী মোঃ ইউসুফ, মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালের CCU তে ভর্তি আছেন গত দু'মাস ধরে। আমি এবং আমার ছোট ভাই, প্রকৌশলী সাদাফ ইউসুফ, (চুয়েট, ইইই, ০৭), বিনীতভাবে আমাদের বাবার জীবন বাঁচাতে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।

আমাদের বাবা একজন অত্যন্ত সাধারণ মানুষ যিনি তাঁর পুরোটা জীবন আমাদের পিছনেই ব্যয় করেছেন। এই অতি সাধারণ মানুষটিও অসাধারণ হয়ে উঠেছেন তাঁর অসম্ভব সুন্দর মন আর হৃদয়ের কারণে। নিজের জন্য অনেক বড় কিছু করতে না পারলেও, এমন কোন মানুষ ছিলেন না যার দিকে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেননি। শুধু পরিবারে নয়, তাঁর চারপাশের সবার জীবনকে তিনি আপন আলোয় আলোকিত করে রেখেছেন।

দুর্ভাগ্যবশত, এই বছর মার্চের শুরুতে, আব্বুর Ishchemic Cardiomyopathy ধরা পড়ে, যা তাঁর হার্টের পেশীকে দূর্বল করে জীবনের ঝুঁকিতে ফেলে দিয়েছে। তাঁর হার্টের ইজেকশন ফ্র্যাকশন (EF) এখন ২৮% এ নেমে এসেছে, যা একজন সুস্থ মানুষের ৭০% এর উপরে থাকে। ঢাকার ইউনাইটেড হসপিটাল লিমিটেডে চিকিৎসার জন্য নেয়া হলে, এনজিওগ্রামের পর প্রধান একটি আর্টারীতে ৭০% ব্লক পাওয়া যায়। চিকিৎসার অংশ হিসেবে সেই আর্টারীতে একটি রিং পড়ানো হয় এবং বিরল জটিলতার কারণে, তিন দিন পরে হঠাৎই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটা শুরু করে। তারই জের ধরে, আব্বুর হার্টকে রক্ষা করার জন্য ইউনাইটেডের চিকিৎসকরা তাঁকে লাইফ সাপোর্টে রাখতে বাধ্য হন এবং গত দুই মাস ধরে সেই অবস্থাতেই আছেন। একটি জটিলতা থেকে আরো নানা ধরণের শারীরিক জটিলতা দেখা দিলেও, ডাক্তাররা ওষুধ দিয়ে আব্বুর অবস্থার উন্নতি করার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। আব্বুর হার্টকে সচল রাখার জন্য ৩ তার বিশিষ্ট CRTD পেসমেকার বসানোর পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা।

বাংলাদেশে চিকিৎসাসেবায় স্বাস্থ্য বীমার প্রচলণ না থাকার কারণে স্বাভাবিকভাবেই চিকিৎসার খরচ আকাশ ছোঁয়া। এতদিন সেই খরচ বহন করা সম্ভব হলেও, এখন সেটাও অসম্ভব হয়ে পড়েছে। হাসপাতালের চিকিৎসাসেবায় প্রতিদিন এক লাখ টাকা ($1000/day)খরচ করা ছাড়াও, বিভিন্ন ওষুধ ও ইনজেকশনের পেছনেও বড় অংকের টাকা ব্যয় করা হচ্ছে। এখনও পর্যন্ত, সন্চয় ও নিজস্ব উদ্যোগ মিলিয়ে মোট চল্লিশ লক্ষ টাকা ($40,000 Approx.) ব্যয় করা হয়েছে শুধু হাসপাতালেই। এই মুহূর্তে চিকিৎসা চালিয়ে নেয়ার জন্য আরো পয়ত্রিশ লক্ষ টাকার ($35,000) প্রয়োজন। কারণ পুরোপুরি সুস্থ করে তোলার জন্য, পেসমেকার বসানোর পরও আরো এক-দুই মাস আব্বুকে হাসপাতালে রাখা হবে।

ইউনাইটেডের নিরাপত্তা আইনের কারণে CCU থেকে আব্বুর বর্তমান ছবি শেয়ার করা সম্ভব হচ্ছে না। আমরা রেফারেন্সের জন্য তাঁর Case Summary এবং Hospital Bill যুক্ত করে দিচ্ছি। রোগীর অবস্থা সম্পর্কে যেকোনো তথ্য পেতে আপনি ইউনাইটেড হাসপাতাল প্রাইভেট লিমিটেডের সাথে যোগাযোগ করতে পারেন। প্রকৌশলী মোঃ ইউসুফ (রোগীর আইডি: 1000638806)।

আম্মু, আমরা দুই ভাই-বোন, আমাদের পরিবার- কেউই এমন মর্মান্তিক ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। একজন সুস্থ-সবল মানুষ, অসুখ ধরা পড়ার কিছুদিনের মাঝে এতটা দূর্বল আর শক্তিহীন হয়ে পড়বেন, তা কল্পনাও করতে পারিনি। আব্বুর ছবিগুলো অসুস্থ হওয়ার কয়েক মাস আগে তোলা। হাসপাতালে ভর্তি হওয়ার দিনও আব্বু এমনই হাসিমুখে ছিলেন। আমাদের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করেছি। দুঃখজনকভাবে, সেই সামর্থ্যও শেষের পথে। তাই একরকম বাধ্য হয়েই আপনাদের দুয়ারে কড়া নাড়লাম। আশা করি আমাদের ফিরিয়ে দেবেন না। আব্বুকে আর কয়েকটা বছরের জন্য যেন ফিরে পাই সেই প্রার্থনা করবেন সবাই।
ধন্যবাদ।

**********************************************************
Bank info:
- Bank: Brac Bank, Muradpur branch, Ctg.
- Account name: Kashfia Neherin
- Account no: 1008160000001
--------------------------------------------------------------------
Bkash info:
Name: Sadaf Yusuf Tahhan
Phone:+8801714041545
-------------------------------------------------------------------

Contact:
Email: [email protected]
USA no: +17757376839/ +18013889110
BD Number: +8801842014958

Email: [email protected]
USA number: +12108034912
BD number: +8801714041545, +8801842014958

N.B: Please mention below message if possible:
"Support for Md Yusuf's medical expense"
********************************************************

For more information, please contact Ehsan Nazim: [email protected]

Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.

Project created on 5/18/2023

Pay Now