একটি মানবিক আবেদন – মোছাঃ তমা খাতুন- এর জন্য, সাইন্টিফিক অফিসার, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন

তমা, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার গর্ব, ইইই বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তমা, ১ম শ্রেণিতে ১ম হয়ে তার বি, এস, সি, (সম্মান) সম্পন্ন করছে । মানুষ হিসেবেও তমা অনেক সুন্দর মনের মানুষ । ইইই ডিপার্টমেন্টের সিনিয়র, জুনিয়র, শিক্ষক, ও কর্মকর্তা সহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেকেই তাকে এক নামে চেনে, তার সুন্দর আচরন, মেধা ও সফলতার জন্য । কর্মক্ষেত্রেও তমা, তার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করছে সততা ও নিষ্ঠার সাথে ।


আল্লাহ তাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন । সম্প্রতি তার দুটি কিডনি বিকল হয়ে গেছে বলে ডাক্তার নিশ্চিত করেছেন । বর্তমানে তমা সপ্তাহে দু বার ডায়ালাইসিস নিচ্ছে । এমতাবস্থায় জরুরী ভিত্তিতে তার কিডনি ট্রান্সপ্লান্ট প্রয়োজন । তমার বড় ভাই, অকালে তার আদরের ছোট বোনটাকে হারাতে চায় না বলে তিনি নিমিষেই কিডনি দাতা হতে রাজি হয়েছেন ।


তমা, সাইন্টিফিক অফিসার পদে যোগদান করার খুব বেশি দিন হয়নি । রেগুলার চেকআপ, ডায়ালাইসিস, ও ঔষধ এসব ম্যানেজ করতে তার সেভিংস ও পরিবারের সামর্থ্য প্রায় শেষ ।


এমতাবস্থায় তমা ও তার পরিবার ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়ায়, কিডনি ট্রান্সপ্লান্ট এর খরচ কোন ভাবেই ম্যানেজ করতে পারছে না। তাই আপনাদের কাছে অর্থনৈতিক সহযোগিতার জন্য অনুরোধ করছি । আপনার একটু সহযোগিতাই পারে, এমন একজন মেধাবী এবং সুন্দর মনের মানুষকে, স্বাভাবিক জীবন দান করতে ।


সর্বোপরি মহান সৃষ্টিকর্তার কাছে, তমার জন্য দুয়া, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন এবং তার কর্মের মাধ্যমে দেশের সেবা করার সুযোগ করে দেন ।


If you need further information, please contact:
Ashraf: [email protected]

Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.

Project created on 4/26/2022

Pay Now