Join with Prof. Mozammel Chowdhury to Fight Cancer

আমাদের মোজাম্মেল। মোজাম্মেল ভাই। প্রফেসর মোজাম্মেল হক চৌধুরী, কম্পিউটার বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুই বছরেরও বেশি সময় ধরে লড়াই করছে স্টেজ 4 ফুসফুসের ক্যান্সারের বিরুদ্ধে । অস্ট্রেলিয়াতে পিএইচডি করতে এসে ধরা পড়ল এই মরণব্যাধি। ডাক্তাররা সব চেষ্টা করেছে সাধ্যমত - ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, সার্জারি বাদ দেয়া হয়নি কিছুই। যুদ্ধ করতে করতে মোজাম্মেল এখন বড্ড ক্লান্ত। পুরোপুরি শয্যাশায়ী। কথা বন্ধ। জ্ঞান আছে কি নেই। স্ত্রী, দুইটি অবুঝ কন্যা এবং আমাদের এখন শুধুই অপেক্ষা। অপেক্ষা কোন এক দৈব অলৌকিকতার।

কিন্তু কঠিন বাস্তবতা এখানেই শেষ নয়। পরিবারের সদস্যদের নিত্যদিনের প্রয়োজন তো ফুরিয়ে যায়নি। বাসা ভাড়া তো মওকুফ হয়নি । সমস্ত বিল পরিশোধ করতে হয় নিয়মিত । করতে হয় নিত্যদিনের বাজার সদায়, বাচ্চাদের খাবারের ব্যবস্থা। ছোট্ট কন্যাদের রেখে মাকে যেতে হচ্ছে কাজে। সংসারের হাল ধরতে হয়েছে তাকে। দুটি শিশু একা একা বাসায় কি খাচ্ছে, কি করছে, কি করবে বাবার ইমারজেন্সিতে? এ সময় স্ত্রীর প্রয়োজন বাচ্চা দুটিকে বুকে জড়িয়ে স্বামীর পাশে থাকা 24 ঘন্টা। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। টাকা-পয়সা সব শেষ অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার পিছনে। তার উপরে চলছে কোভেড-19 পরিস্থিতি। একা একা বিদেশ-বিভুঁইয়ে এরকম ভয়াবহ পরিস্থিতি কল্পনা করতে পারেন?

আমরা ঠিক করেছি সাহায্যের হাত বাড়াবো। যে যত পারি। আমরা চাই মা সন্তানদের আগলে বাসায় থাকুক। মাকে যাতে আর কাজে যেতে না হয়। স্বামীর পাশে সময় কাটুক সবটুকু সময়। সময় যে এখন খুবই মূল্যবান!

NOTE:

If you contribute to the fund please also send a note to this email: [email protected] preferably with the receipt or check copy. This is needed for accounting purposes. When writing checks to Ankur International please mention "Prof. Mozammel Chowdhury Cancer Treatment".

Mr. Mohammad Mozammel Hoque Chowdhury is a professor in the department of Computer Science and Engineering, Jahangirnagar University, Bangladesh. He was pursuing his doctoral research in Charles Stuart University at Bathurst, NSW, Australia. He is a very sincere and honest person with a brilliant academic track record. He has a family with wife and two innocent daughters of age 8 and 10.

Your Donation through Ankur International is Tax Deductible. Ankur may also be able to receive matching fund from the companies participating in matching personal donation program.

Pay Now