প্রথম শ্রেণীর ছাত্রী সুমাইয়া। পড়াশোনায় অনেক আগ্রহ থাকলেও ইদানিং আর পড়তে বসার শক্তি পায় না সে। তার ছোট্ট শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার (ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া)। গ্রামের গরিব ঘরের মেয়ে হওয়াতে বাবা - মা চিকিৎসার খরচ জোগাতে রীতিমত হিমশিম খাচ্ছে। সুমাইয়ার শিক্ষক, আমার অনেক ঘনিষ্ঠ ইউনিভার্সিটির বন্ধু, সুমাইয়ার চিকিৎসার জন্যে ফান্ড রেইজিং এর উদ্যোগ নিয়েছে। সুমাইয়া এবং সুমাইয়ার শিক্ষকের পক্ষ থেকে আমি আমার ফেসবুকের বন্ধুদের কাছে সাহায্য কামনা করছি।
আমি এই পোস্টের সাথে সুমাইয়ার কিছু মেডিক্যাল রেকর্ড দিয়ে দিচ্ছি। কোন বন্ধুর যদি এই মেডিক্যাল রেকর্ড গুলি ব্যবহার করে আরো কিছু ফান্ডের ব্যবস্থা করার সুযোগ হয়, এই পোস্টটি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন।
আমার দেশের বাইরের বন্ধুদের জন্যে আমার PayPal এবং zelle ইনফো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যাকাতের টাকা চিকিৎসার খরচের জন্যে ডোনেট করতে পারেন।
[email protected]
যারা দেশে আছেন, তারা বিকাশ করতে পারেন সুমাইয়ার মাকে।
Nurzahan Begum
01875882245
আসুন, সবাই মিলে ছোট্ট সুমাইয়ার চিকিৎসার জন্যে সাহায্যের হাত বাড়াই।
আমি ঈদের আগের দিন সব টাকা পাঠিয়ে দেবার ব্যবস্থা করবো।
For more information, please contact, Atiqur Chowdhury: [email protected]
Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.
Project created on 03/16/2025