(ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চলের দুস্থ কিন্তু অত্যন্ত মেধাবী কলেজ ছাত্রীদের জন্য)
==========================

বেগম রোকেয়া অবিভক্ত বাংলা'র নারী জাগরণ ও নারীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। অঙ্কুর ফাউন্ডেশন তার স্মরণে “বেগম রোকেয়া নারীশিক্ষা বৃত্তি” প্রদান করছে গত তিন বছর অবহেলিত গ্রামের দুস্থ কিন্তু অত্যন্ত মেধাবী কলেজ ছাত্রীদের জন্য যারা টাকার অভাবে শিক্ষা থেকে ঝরে পরে ! খাদ্য ও শিক্ষা খরচ চালাতে না পেরে তাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেয় তাদের অসহায় কপর্দকশূন্য বাবা-মা !

পদ্মপুকুর কলেজ এর মতো ঝিনাইদহের প্রত্যন্ত অঞ্চলের গরিব কিন্তু অত্যন্ত মেধাবী ছাত্রীদের জন্যই অঙ্কুর ফাউন্ডেশনের বেগম রোকেয়া নারীশিক্ষা বৃত্তি |

২০২৩ এর বেগম রোকেয়া ২০২৩ পেলো একটি প্রত্যন্ত অঞ্চলের কলেজ “পদ্মপুকুর ডিগ্রী কলেজ” এর ৫ জন উচ্চমাধ্যমিক এর মেধাবী কিন্তু দরিদ্র ছাত্রী! তার মধ্যে ২ জন বিজ্ঞানের ছাত্রী ও ৩ জন মানবিক বিভাগের ছাত্রী ! সবাই এসএসসি তে সর্বোচ্চ জিপিএ ৫.০ পেয়েছে !

আলহামদুলিল্লাহ, তাদের এইচএসসি রেজাল্ট দিয়েছে এবং তারা দারুন সাফল্য অর্জন করেছে, আলহামদুলিল্লাহ! সকলেই এডমিশন টেস্ট এর জন্য প্রস্তুতি নিচ্ছে!

বিজয়ের মাস ডিসেম্বর থেকে নতুন ১৭ জন ছাত্রীকে (দ্বিতীয় ও প্রথম বর্ষের) নারীশিক্ষা বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে যারা প্রত্যেকে এসএসসি তে সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে ! আরো বেশ কিছু জিপিএ ৫ ক্যান্ডিডেট আছে যাদের মূল্যায়ন চলছে !

For more information, please contact, Fahmida Khatun: [email protected]

Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.

Project created on 01/10/2024

Pay Now