সাড়া দাতব্য ক্লিনিক ও সাড়া ফার্মেসী:
==========================
ঝিনাইদাহ জিলার মহেশপুর উপজিলার একটি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পদ্মপুকুর! এই গ্রামে একটি দাতব্য চিকিৎসালয়ের জন্য একটি জমি দান করেছিলেন নূরজাহান ও নাজির আহমেদ! জায়গাটি এলাকার একটি জমজমাট বাজারে! জমিটির উপরে একতলাটিতে বেশ কয়েকটি দোকান তৈরী হয় বেশ কয়েকবছর আগে! একতলার একটি দোকানে সাড়া ফার্মেসী করা হবে! দোতলাটি ক্লিনিক এর জন্য বরাদ্দ যেটির নির্মাণ কাজ শুরু হবে ইনশাল্লাহ সহসাই!

তিনতলাটা ভবিষ্যতে একটি ছোট হাসপাতাল হিসাবে করা হবে !

বর্তমানে ক্লিনিকটি যেভাবে কাজ করবে :

- ক্লিনিকটি সাড়া টেলিমেডিসিনের ডক্টরদের সার্ভিস নেবে ২৪ ঘন্টা সপ্তায় সাত দিন !
- একটি ক্লিনিকের জন্য যা যা প্রয়োজন হতে পারে ( রোগী দেখার জন্য কয়েকটি রুম, ওয়েটিং রুম, বাথরুম, রোগী ভর্তি ও সন্তান প্রসব রুম ইত্যাদি সবই থাকবে এই ক্লিনিক এ )
- প্রাথমিক ভাবে একজন ডাক্তার অ্যাসিস্ট্যান্টকে নিয়োগ করা হবে যিনি অসুস্থ রোগীদের সরাসরি প্রাথমিক ভাবে দেখে সাড়া টেলিমেডিসিনের সাথে কথা বলে প্রেসক্রিপশন নিয়ে নেবেন এবং ফলো-up করবেন
- গরিব ও অসহায় রোগীদের জন্য সাড়া ফার্মেসী থেকে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হবে ( যারা সামর্থ্যবান, তারা ওষুধ কিনে খাবেন !)
- মহিলাদের ব্রেস্ট ক্যান্সার স্ক্রীনিং করা হবে নিয়মিত ( প্রয়োজনে আমেরিকার ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার হ্যাপি আপার সাথে ভিডিও কল - এ ব্রেস্ট ক্যান্সার awareness তৈরী করা হবে )
- গরিব ও অসহায় নারীদের বাচ্চা প্রসবের জন্য ব্যবস্থা থাকবে
==========

Your donation is tax deductible in the USA. Please use your PayPal generated receipt for tax purposes.

For any question, please contact:
Fahmida Khatun:[email protected]

Project created on 05/07/2021

Pay Now