দরিদ্র আব্দুল মালেকের ক্যান্সার চিকিৎসার জন্য আবেদন
==========================
আব্দুল মালেক একজন দিনমজুর !
বয়স ৫৮ বছর। ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাথরা গ্রামে বাড়ি আব্দুল মালেকের।
তিনি মরণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়ছেন। তার ভিটা টুকু ছাড়া মাঠে কোন জমি জায়গা নাই। একটি ছেলে ও দুইটি মেয়ে - সবাইকে বিবাহ দিয়েছেন গ্রামের মানুষের সহযোগিতায়। তার একমাত্র ছেলে বিবাহ করে আলাদা সংসার. তাদেরকে দেখাশোনা করে না।
ঘটনা শুরু হয় আমাশা ও রক্ত পড়া থেকে। তখন তিনি গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নিতে থাকেন। এভাবে বেশ কিছুদিন চিকিৎসা নিতে থাকেন কিন্তু তাতে কোন উপকার আসেনা বরং জ্বালা যন্ত্রণা বাড়তে শুরু হয়। এরপর তিনি যশোরে এম বিবি এস ডাক্তার দেখাই এবং পরীক্ষা-নিরীক্ষা করার পর ধরা পড়ে পাইলস। তিনি বেশ কিছুদিন ধরে যশোর হসপিটালে পাইলসের উপরে চিকিৎসা করেন। কিন্তু তাতেও কোন তার উন্নতি আসেনি। এরপর তিনি আরো ভালো চিকিৎসার জন্য ঢাকায় গেলেন এবং সেখানে গিয়ে আবারো পরীক্ষা-নিরীক্ষা করালেন পাইলস সহ নতুন করে ধরা পড়ে মরণব্যাধি কোলন ক্যান্সার। অসহায় দরিদ্র আব্দুল মালেকের চিকিৎসার জন্য গ্রামবাসী সবাই আর্থিক সাহায্য সহযোগিতা করেন এবং তাতে দুইটি কেমোথেরাপি নিয়েছেন। কিন্তু ডাক্তার বলেছেন উন্নতমানের কেমোথেরাপি চিকিৎসা নিতে হবে - তাতে প্রায় খরচ আসবে ২ লক্ষ টাকা মতো। কিন্তু আব্দুল মালেকের পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব। তাই এই অসহায় মানুষটি বাধ্য হয়ে চিকিৎসার জন্য অঙ্কুর ফাউন্ডেশন এর কাছে আবেদন করেছেন।
আসুন দরিদ্র মালেকের পাশে দাঁড়াই - যাতে আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন ।
For more information, please contact, Fahmida Khatun: [email protected]
Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.
Project created on 10/20/2024