শিশু আমিনার পাশে আমরা
==================

৪ বছরের শিশু আমিনা হৃদপিন্ডে একটি ছিদ্র নিয়ে জন্মেছে! বাবা একজন দিন মজুর, ইটের ভাটায় কাজ করেন, পাঁচজনের পরিবারে তিনিই একমাত্র উপার্জনক্ষম। সাতক্ষীরা জিলার শ্যামনগর উপজিলার আটুলিয়া বড়কুপট গ্রামের মেয়ে আমিনা পাঁচমাস বয়সে খুব অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার শামসুন্নাহার তার রোগ সনাক্ত করেন। এই অসুখের চিকিৎসা হলো হার্ট-এর অপেরেশনের মাধ্যমে ছিদ্রটি বন্ধ করে দেয়া। কিন্তু পরিবারের পক্ষে অপারেশন করার মতো সামর্থ না থাকায় বিকল্প হিসাবে শিশুটির নিয়মিত ওষুধ খাওয়াতে হয়, এই ওষুধের খরচও দরিদ্র পিতার পক্ষে বহন করা সম্ভব হয়না। হার্ট-এর ছিদ্র বন্ধ করতে সাধারণত "ওপেন-হার্ট সার্জারি" প্রয়োজন হয় যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু আল্লাহর অপরিসীম রহমতে একজন ইন্টারভেনশনাল হার্ট স্পেশালিস্ট আমিনার ওপেন-হার্ট সার্জারি না করেই হার্ট এর ছিদ্রটি বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন - সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আমিনার অতি শীঘ্রই অপারেশন হবে। আমিনার চিকিৎসার জন্য প্রয়োজন মাত্র ২ লক্ষ টাকা। আসুন, সবাই মিলে শিশু আমিনার পাশে দাঁড়াই ।

Your donation is tax deductible in the USA. Please use your PayPal generated receipt for tax purposes.

For any question, please contact:
[email protected]
[email protected]
[email protected]

Project created on 09/07/2021

Pay Now