আমাদের সন্তান আর্য একদম সুস্থ হয়ে গিয়েছিলো। প্রতিবছর ফলোআপ চলছিলো। ২০২২ সালের ফলোআপে ধরা পড়লো আর্যর ভ্যানিশ হয়ে যাওয়া টিউমারটির আবার গ্রোথ হচ্ছে। এই সংবাদটি আর্য এবং আমাদের বর্তমান -ভবিষ্যত সব অন্ধকার করে দিয়েছিল।
২০১৫ সালে আর্যর মাথায় এই টিউমারটি সনাক্ত হওয়ার পর মাথায় সার্জারি হয়েছিল। ৮০℅ টিউমার রিমুভ করতে সমর্থ হয়েছিলেন ডাক্তাররা। বাকী ২০% রিমুভ করলে ভয়ানক সব জটিলতা তৈরি হতে পারে ( যেমন : অন্ধ হয়ে যাওয়া, স্মৃতি শক্তি হারানো, প্রস্রাব আটকে রাখতে না পারা, প্যারালাইসিস হওয়া ইত্যাদি) বিধায় তাঁরা ঐ জায়গায় হাত দেননি। তখন রেডিওথেরাপি দেবার প্রয়োজন ছিল। কিন্তু এ শিশুর মাথায় সেই বয়সে রেডিওথেরাপি দিতে চান নি তাঁরা। তখন তাঁর ব্রেইন গঠনের সময়। এই সময় রেডিওথেরাপি দিলে ব্রেইনের গঠন সমস্যাগ্রস্ত হতে পারে। সারাজীবনের জন্য ব্রেইনের স্থায়ী সমস্যা হতে পারে। তাই তাকে তাঁরা প্রায় দুইবছরের কেমোথেরাপি দিয়ে এই ২০% টিউমারও নিশ্চিহ্ন করেন। এবং বলেন ও আরো বড় হলে প্রয়োজনে ওকে রেডিওথেরাপি দিতে হতে পারে। ২০১৭ তে ওর কেমোথেরাপি শেষ হয়েছিল।
এরপর ২০২২ এর ফলোআপের সময় এমআরআইয়ে আবার টিউমারের বৃদ্ধি ধরা পড়ে। ডাক্তাররা এসময় চিকিৎসার প্রথম অপশন হিসেবে রেডিওথেরাপির সিদ্ধান্ত নেন। ২০২৩এর মে মাসে আর্যর রেডিওথেরাপি শেষ হয়েছে।
রেডিওথেরাপির পরবর্তী ৬ মাস পর্যন্ত এমআরআই সহ সবরকমের চিকিৎসা স্থগিত রাখা হয়েছিল। এবং আর্যর শারিরীক অবস্থা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আমাদের জানানো হয়েছিল। কারণ রেডিও থেরাপির পরবর্তী ৬ মাস রেডিয়েশন কাজ করবে । এই পুরো সময়টা বাচ্চাটা কি যে এক ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে - আমরা মা- বাবা বুকে পাথরচাপা দিয়ে পার করেছি প্রতিটি মুহূর্ত। যাই হোক আমাদের সন্তানকে বাঁচাতে হবে তাই এসব পরিস্থিতির মোকাবেলা আমাদের করতেই হবে। শত কষ্ট সত্ত্বেও আর্যও মানিয়ে নিচ্ছে পরিস্থিতির সাথে। আমাদের সোনাবাচ্চাটা অনেকদিন বাঁচতে চায়।
রেডিওথেরাপির পরবর্তী ৬ মাস নানা রকম সাইডইফেক্ট ও শারিরীক সমস্যা হয়েছে। ডাক্তার বলেছিলেন এরকম হতে পারে। যার কিছু কিছু হচ্ছে এখনও। ডাক্তার বলেছেন একটা সময় সাধারণ সাইডইফেক্ট (দিনরাত দূর্বল লাগা, সারাক্ষণ ক্লান্তবোধ করা, বমি হওয়া, রেগুলার খাবারের প্রতি অনীহা ইত্যাদি) গুলো আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আর যে শারীরিক সাইডইফেক্টগুলো( চোখ ও হরমোনাল সংক্রান্ত সমস্যা ইত্যাদি) নতুন রোগের সৃষ্টি করবে সেগুলোর জন্য চিকিৎসার প্রয়োজন হবে।
এখন আর্যর ব্রেইন টিউমারের রেডিওথেরাপির ৬ মাস পরবর্তী চিকিৎসা এবং চিকিৎসার সাইডইফেক্ট জনিত সমস্যার চিকিৎসা চলছে। এ চিকিৎসার সময় দীর্ঘ এবং খরচসাপেক্ষ।দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে আমরা সর্বস্বান্ত।অর্থের সংস্থান ছাড়া এ চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব। তাই আমাদের আর্থিক সাহায্যের প্রয়োজন। চিকিৎসকরা বলেছেন আর্য সুস্থ হয়ে যাবে, সুস্থ থাকবে; ওর প্রয়োজন সঠিক সময়ে সঠিক চিকিৎসার। আমরা আর্যর চিকিৎসা করাতে চাই । আমরা তিনজন যে একসাথে বাঁচতে চাই।।যত কষ্টই হোক, যত বাঁধাই আসুক আমরা যেন লড়াইটা করতে পারি; সৃষ্টিকর্তা আমাদের সেই শক্তি দিন।
Please donate generously.
For more information, please contact, Ehsan Nazim: [email protected]
Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.
Project created on 03/17/2024