লালমনিরহাটের রবিউল ইসলাম পেশায় একজন গ্রাম পুলিশের সদস্য (চৌকিদার)। ছয় সদস্যের সংসারে তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রবিউল ইসলামের স্ত্রী মোসামৎ বিলকিছ বেগম সার্ভিকাল ক্যান্সারে আক্রান্ত। রংপুর মেডিকাল কলেজে তার কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। স্বল্প আয়ের রবিউল সামাজিক যোগাযোগ মাধ্যমে আহবান করে তার স্ত্রীর জন্য অর্থ সাহায্য সংগ্রহ করেছেন। তার ব্যক্তিগত সঞ্চয় বলতে কিছুই নেই। কেমোথেরাপির পরের ধাপ রেডিয়েশন থেরাপি। রংপুর মেডিক্যালে রেডিওথেরাপিরর মেশিন নষ্ট থাকার কারণে এই চিকিৎসা ঢাকাতে করাতে হবে। ৭০০০ টাকা বেতনের রবিউল নিঃস্ব হয়ে গেছেন, চাকরির পাশাপাশি যেই ছোট ব্যবসা করতেন সেটাও বিক্রি করে দিতে হয়েছে চিকিৎসার জন্য।

বিলকিছ বেগমের চিকিৎসার জন্য আপনার সাহায্য সাহায্য দরকার। রেডিয়েশন থেরাপি ও আনুষাঙ্গিক চিকিৎসা ও ওষুধপত্রের জন্য আড়াই লাখ টাকা দরকার। আপনারা পাশে দাঁড়ালে এই অর্থ সংগ্রহ করা অবশ্যই সম্ভব হবে। বিদেশ থেকে অংকুর ইন্টারন্যাশানালের মাধ্যমে সাহায্য করা যাবে। বাংলাদেশ থেকে সাহায্যের জন্য বিকাশ নাম্বার 01797879455।

For more information, please contact: Ehsan Nazim: [email protected]

Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.

Project created on 4/8/2023

Pay Now