Hasan Mahmud Omar (BUET Mechanical 20 Batch) is admitted to ICU in Popular Hospital from June 13th. His right lung is 80% infected, clotted with blood and puss. He has multi-organ involvement including poor heart pumping, shortness of breath, heart disfunction and kidney infection.
Doctors have kept him under observation, further diagnosis is needed to be carried out. Omar may need to stay in ICU for next few days. It is estimated to cost 1,00,000 taka per day for his treatment, which is impossible for Omar's family to bear. Furthermore, the patient cannot be relocated elsewhere given the current condition.
Therefore, we urgently require your help to continue the treatment.
হাসান মাহমুদ ওমর (বুয়েট মেকানিক্যাল-২০ ব্যাচ) গত ১৩ জুন থেকে পপুলার হাসপাতালের ICU তে ভর্তি। তার ডান ফুসফুসের ৮০% ইনফেক্টেড এবং সেখানে রক্ত মিশ্রিত পুঁজ জমেছে; এর পাশাপাশি ওর মাল্টিপল অর্গান সিভিয়ারলি এফেক্টেড হয়েছে যার মধ্যে আছে হার্টের পাম্পিং হ্রাস, শ্বাসকষ্ট, হার্ট ডিসফাংকশন এবং কিডনিতে ইনফেকশন।
বিশেষজ্ঞগণ এখনো ডায়াগনোসিস আর অবজার্ভিং স্টেজে ওকে রেখেছেন। তারা আশংকা করছেন ওমরকে বেশ কয়েকদিন ICU তে রাখতে হবে। প্রতিদিন এক লাখ টাকার মত খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে হাসপাতালের বিল দুই লাখ টাকা ছাড়িয়ে গিয়েছে। ওমরের পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব না। একই সাথে ওমরের বর্তমান অবস্থায় তাকে অন্য কোনো সরকারি হাসপাতালে এই মূহূর্তে ট্রান্সফার করা অসম্ভব।
এমতাবস্থায় একমাত্র আপনাদের সহযোগিতায় ওমরের চিকিৎসা চলমান রাখা সম্ভব। আপনাদের সাহায্যেই ওমর ফিরে আসতে পারে আমাদের মাঝে।
Please contact Shaestagir Chowdhury "[email protected]" for further info.