Save Mehezabin:

আসসালামুআলাইকুম। আমার নাম খাদিজা আল মামুন। আমার মেয়ের নাম মেহেজাবিন যার একটি বিরল অসুখ হয়েছে যেতাকে বলে “মোয়ামোয়া” -Moyamoya Disease, যেটি একটি দীর্ঘস্থায়ী এবং জটিল নিউরলজিকাল অসুখ। এতে মস্তিষ্কে রক্ত চলাচল কমে যায় যাতে ইস্কেমিক স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোক এবং সিজার হতে পারে (https://www.hopkinsmedicine.org/health/conditions-and-diseases/moyamoya-disease) আমার মেয়ের প্রথম উপসর্গ ধরা পড়ে যখন সে মাত্র চার বছর। হঠাৎ সে দাঁড়াতে পারছিল না, কথা জড়িয়ে যাচ্ছিল এবং খাওয়া-দাওয়া করতে পারছিল না। এর আগে কখনো এরকম হয়নি। একই দিনে এরকম ৩-৪ বার হয়। আমরা চট্টগ্রামে ডক্টর দেখাই। তারা কিছুই ধরতে না পারলে ঢাকায় নিউরোলজিস্ট দেখাই। উনি টেস্ট ছারাঈ ৬ মাসের মেডিসিন দিয়ে দেন। কোর্স শেষ করেও কোন উন্নতি দেখি না আমরা। আমরা তাই ১২/১২/২০১৮ তে ইন্ডিয়া নিয়ে যাই (Chennai Apollo Hospital). সেখানে ২৭/১২/২০১৮ তারিখে MRI রিপোর্ট দেখে ডক্টর সনাক্ত করেন এট একটি বিরল রোগ যার নাম Moyamoya Disease. ডাক্তার সার্জারীর উপদেশ দেয় কিন্তু অনেক ব্যায়বহুল বলে আমরা দেশে ফেরত আসি অষুধের প্রেস্ক্রিপ্সহন নিয়ে। কিন্তু মেহেজাবিনের TIA(Transient Ischemic Attack) বন্ধ হল না। দ্বীতিয় মতামতের জন্য আমরা ব্যাঙ্গালোরে যাই। সেখানে ডাক্তার Aspirin 75mg and levipjil 250mg এগুলো লিখে দেন। আমরা আবার দেশে চলে আসি। এর এক মাস পরে আমার মেয়ের পেটে ব্যাথা শুরু হয় যেটাতে ডাক্তার বলল ওর প্যানক্রিয়েকিট ইনফেকশন হয়েছে। ডাক্তার পরামর্শ দিলেন সার্জারী করে ফেলতে। তাই আমরা ভারতে সিএমসি হসপিটালে যাই ১২/০৪/২০১৯ এ। তারা সার্জারী ডেট দেয় অগাস্টে। আমরা ফেরত চলে আসি এবং কোভিডের কারণে যেতে পারি নি। এর মধ্যে মেয়ের TIA চলতেই থাকল এবং মাসে ১৫-১৬ বার হতে থাকল এই এ্যাটাক। গত সেপ্টেম্বরে তার নেক এ্যাবসেস হয় এবং তার সার্জারী করা হয়। আমরা এর মধ্যে ভারতে সেই ডাক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করি এবং তিনি আমাদেরকে বলেন এভাবে চলতে থাকলে বড় ধরনের স্ট্রোক হবে। তাই মেহেজাবিনের সার্জারীটা খুবি জরুরী।

আমরা এখন ভারতের মনিপাল হসপিটালে নিউরোসার্জন পরিতোশ পান্ডের তত্বাবধানে মেহেজাবিনের সার্জারীর জন্য এসেছি। আমার মেয়ের প্রথম সার্জারী হবে আজ ১৪/১২/২০২১ এ সকাল সাতটায়। আমি এখানে প্রাথমিক খরচের হিসাবটা দিচ্ছি। আল্লাহ আমাকে দুটি সন্তান দিয়েছেন যেখানে আমার মেয়েটির হয়েছে এই কঠিন বিরল অসুখ আর আমার ছোট ছেলেটির আছে অটিজম। আমার এবং আমার স্বামীর জীবনে আর কিছুই চাওয়ার নেই। আমরা আমাদের মেয়েটাকে সুস্থ্য দেখতে চাই।

Please contact for more information, Shaestagir Chowdhury "[email protected]".

Pay Now