ছোট্ট মেলিসার জন্য এগিয়ে আসুন
পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কের একটি সন্তান এবং বাবা মায়ের সম্পর্ক। অথচ এই সুন্দর সম্পর্কটাকে টিকিয়ে রাখতে আজ আমাকে এক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে।
আমাদের প্রথম এবং একমাত্র সন্তান "মেলিসা খান প্রিশা", বয়স ২ মাস।
আজ দুরারোগ্য Complex Congenital Heart Disease (Disorder) - এ আক্রান্ত।
ডাক্তারদের মেডিকেল ও Echocardiography রিপোর্টের তথ্য অনুযায়ী -
A complete AV canal defect. Common AV valveDouble Outlet Right Ventricle (DORV)
Pulmonary Atresia
Large PDA (PDA dependent pulmonary circulation)
Persistent left SVC
সহজ ভাবে বলতে, একজন স্বাভাবিক মানুষের হার্টে ৪ টি প্রকোষ্ঠ, ২ টি পাম্পার ও ২ টি ভাল্ব থাকে। হার্টের ২ টি প্রকোষ্ঠ দূষিত রক্ত ও ২ টি প্রকষ্ঠ বিশুদ্ধ রক্ত নিয়ে কাজ করে আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু মেলিসার জন্মগত ভাবে হার্টে কোনো পার্টিশন হয়নি, মানে গঠন হয়নি। ও ১ টি প্রকোষ্ঠ, ১ টি ভাল্ব ও পাম্পার নিয়ে জন্মেছে। হার্টের একটি সাইড গঠন না হবার জন্য, যে রক্ত নালী দিয়ে ফুসফুসে রক্ত যায় ওই নালীটি গঠন হয়নি। যে কারণে দূষিত ও বিশুদ্ধ রক্ত একসাথে মিশে যাচ্ছে। গায়ের রং নীলচে হয়ে যাচ্ছে ও নিঃশাস নিতে কষ্ট হচ্ছে। সাধারণত, এই ধরণের বাচ্চা গুলো কিছু বুঝে উঠার আগেই জন্মের ৫-৭ দিনের মধ্যে মারা যায়।
ভিডিও ১) https://youtu.be/cC6fYCvCvsc?t=9কিন্তু মেলিসা অলৌকিক ভাবে গর্ভাঅবস্থায় মায়ের গর্ভ ফুলের একটি সরু PDA নালী দিয়ে বেঁচে আছে। এই নালী বাচ্চারা ভূমিষ্ঠ হবার পর নিজে নিজেই বন্ধ হয়ে যায়। মেলিসার ক্ষেত্রেও তাই হচ্ছে, যে কোনো সময় এই নালী বন্ধ হয়ে যাবে। তার আগেই মেলিসাকে PDA Stenting বা BT Shunt অপারেশনের করে ওই নালীটা খোলা রাখার ব্যবস্থা করতে হবে। কিন্তু মেলিসা খুব বেশি ছোট ও দুর্বল হবার কারণে এই অপারেশন বাংলাদেশে করা যাচ্ছে না। এখন PDA Stenting বা BT Shunt অপারেশ করে জীবন বাঁচাতে পারলে পরবর্তিতে বাল্ব প্রতিস্থাপন, হার্টের পার্টিশন ও ফুসফুঁসে রক্ত যাবার নালী আরও ২ টি অস্ত্র পাচার করে সম্পূর্ণ ভাবে সুস্থ করা হবে।
আমরা অনেক চেষ্টার পর ভারতের Dr. Devi Prasad Shetty (Founder and Senior Consultant Cardiac Surgeon of Narayana Health) এর সাথে অনলাইনে appointment পেতে সক্ষম হই ৩/৯/২০২০ ইং তারিখে। Dr. Devi Prasad Shetty বাচ্চার রোগটি সম্পর্কে বিস্তারিত বলেন ও উপদেশ হিসাব ১ মাসের মধ্যে Narayana Health City, Bangalore এ নিয়ে সার্জারি এর প্রস্তুতিমূলক পরীক্ষা গুলো শুরু করতে বলেন ও উনার তত্ত্বাবধানে চলে যেতে বলেন। উনি আরও বলেন এই ধরনের জটিল শিশুদের 3 Stage Comprehensive ওপেন হার্ট সার্জারি প্রয়োজন হয় যা আমাদের দেশে সম্ভব না।
ভিডিও ৩) https://youtu.be/HCoX9LOKijkবর্তমানে মেলিসা বাংলাদেশের স্বাধীনতা পুরুস্কার প্রাপ্ত Dr. Brig Gen Nurun Nahar Fatema (Professor, and Head of the Department of. Pediatric Cardiology, CMH. Bangladesh.) এর তত্বাবধান ও চিকিৎসাধীন রয়েছে। এর আগে আমরা ন্যাশনাল হার্ট ফাউন্ডেসনের ডঃ শরিফুজ্জামান, ঢাকা শিশু হাসপাতালের ডঃ রেজুয়ানা রিমা ও ন্যাশনাল ইনস্টিটিউট আব কার্ডিও ডিজিস-এ দেখাই এবং প্রায় সাবাই একই ধরনের রোগ নির্ণয় ও পরামর্শ দেন । এছারাও দিল্লির Dr. K.S.Iyer (Director of Pediatric Cardiac Surgery, Fortis Escorts Hospital) ও আমিরিকার Dr. Catherine Krawczeski (Nationwide Children’s Hospital)-এর বিস্তারিত পরামর্শ নেই।
ডাক্তারদের দেয়া হিসেব অনুযায়ী এই সবগুলো সার্জারি করে মেলিসাকে সম্পূর্ণ সুস্থ করতে কমপক্ষে ২৫-৩০ লক্ষ টাকা প্রয়োজন।
অথচ আমি তার সামান্য অংশই যোগান দিতে পেরেছি। সন্তানের চিকিৎসার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। কিন্তু এই মধ্যবিত্ত জীবনে সর্বোচ্চ কথাটার ওতো একটা সীমাবদ্ধতা আছে। তাই ইচ্ছে থাকা স্বত্বেও আমরা আমাদের সন্তানের জন্য কাঙ্খিত চিকিৎসার ব্যয় ভার নিতে পারছিনা। মাঝে মাঝে খুব হতাশ লাগে। স্ত্রী এবং সন্তানের দিকে তাকাতে পারিনা। মনে হয় তবে কি আমার শিশু সন্তানটি সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে? তবে টাকার কারনে ডাক্তাররা অপারেশন থেকে বিরত থাকবেন? বা আমাদের সন্তানটি আমাদের থেকে…কত রকম চিন্তা যে আসে তা একমাত্র ভুক্তভোগীরা বুঝবেন। আমি বুঝতে পারছিনা আমার এই মূহুর্তে করণীয় কি? সকলের পরামর্শ এবং আর্থিক সহযোগিতা এই মূহুর্তে আমার শিশুকণ্যার বেঁচে থাকার জন্য খুব জরুরী। অন্তত এই সময়ে আমি এর বিকল্প কিছু দেখছিনা। কখনো ভাবিনি এরকমটা হবে বা আমাকে এভাবে সন্তানের জন্য সহযোগীতা চাইতে হবে। ওর মায়ের ঝলসানো চোখে শুধুই আর্তনাদ। মেয়ের নিষ্পাপ ছল ছল চোখ গুলো যেন বলে, আমি বাঁচতে চাই !
আপনাদের সহায়তার হাত মেলিসার চিকিৎসা সচল রাখতে ও সার্জারি গুলো সম্পন্ন করতে সাহায্য করবে|
_______________________________________মেলিসার সার্জারি গুলো সম্পর্কে জানতে নিচের ভিডিও গুলো দেখতে পারেন -
1) Stage One - https://youtu.be/K8YJLqAGG-sচিকিৎসাধীন ডাক্তারদের সম্পর্কে জানতে -
1) Dr. Devi Prasad Shetty https://youtu.be/5evuDrOAgaEআপনার সামান্য সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারে আমাদের একমাত্র সন্তান।
আরো তথ্যের জন্য এই লিংকে ক্লিক করুন:
https://docs.google.com/document/u/0/d/1osjlSfO6HCnRVXjLyd6BJtZaupsS_nPAuM4eCf9e7mg/mobilebasic?fbclid=IwAR065Wd8kXtaVyv83xkKGPn3bh0xPiBUccAXXPAPv9semraqGCC3WQvF8foMobile Banking:
Bkash: +8801676116909PayPal: [email protected]
____________________________________সকলের কাছ থেকে দোয়া প্রার্থনা করছি।
মোঃ রাজিউজ্জামান খান (পরশ)================================
If you have any question about this project, please contact: Ehsanul Karim - [email protected]