নাম : রিফাতুল ইসলাম ভূইয়া সাবেক সহ-সাধারণ সম্পাদক (২০২২-২৩) মেডিসিন ক্লাব ময়নামতি মেডিকেল কলেজ ইউনিট।
বাংলাদেশে প্রাইভেট মেডিকেলে পড়াশোনা অনেক ব্যয়বহুল যা মধ্যবিত্ত পরিবারের সাধ্যের বাইরে। শেষ সম্বলটুকু দিয়ে সন্তানকে ডাক্তার বানানোর পূর্বমুহূর্তে যখন জানতে পারে সে ক্যান্সারে আক্রান্ত, সেই কষ্ট কল্পনাতীত। আমাদের এমনই একজন মেধাবী মেডিকেলের ছাত্র যিনি মেডিকেল কলেজের প্রত্যেকের প্রিয় একজন মানুষ। ফাইনাল প্রফের কিছুদিন আগে জানতে পারে তিনি মরণব্যাধি ewing sarcoma তে আক্রান্ত। তাও আবার Skeletal metastasis হয়ে advanced stage এ চলে গেছে।
ডাক্তার হওয়ার সংগ্রামকে পিছু হটিয়ে শুরু হলো জীবন বাচানোর লড়াই৷ জায়গা জমি, সহায় সম্বল বিক্রয় করে এতদিন চিকিৎসা চালিয়েছেন অংকের হিসাবে যা প্রায় 25-30 লক্ষ টাকা। কোন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যায়বহুল চিকিৎসা চালানো দুঃস্বপ্ন। তার বেচে থাকার লড়াই এ আমরা তার পাশে থাকতে চাই, ক্যান্সার কে পরাজিত করতে চাই। সাথে চাই আমাদের মেডিকেল কমিউনিটি কে। আপনাদের প্রত্যেকের কাছে নিবেদন আপনারা নিজ নিজ যায়গা থেকে এগিয়ে আসুন। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ভবিষ্যৎ ডাক্তারটির পাশে দাঁড়ান, যার চোখেও ছিল একদিন দেশ এবং দেশের মানুষকে সেবা করার স্বপ্ন। মমতাময়ী মা, সদ্য বিবাহিতা স্ত্রী এবং বোন এর কারণে হয়তো ভাইয়া এখনো ভেঙ্গে পড়েন নাই, ভরসা রেখেছেন সৃষ্টিকর্তার উপর।
যেই ক্যান্সারে রিফাত তার বাবাকে হারিয়েছেন, একইভাবে আমরা আমাদের রিফাতের মত মেধাবী ছাত্রকে হারাতে চাই না। আমাদের পুরো কমিউনিটি মিলে মৃত্যুর মুখ থেকে রিফাতকে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। রিফাত একজন এতিম সন্তান। সে টিউশনি করে পড়াশুনা করেছে এবং তার মা এবং নিজের পড়াশুনার দায়িত্ত নিয়েছে। আপনার জাকাতের অংশ রিফাতের চিকিৎসায় দিতে পারেন।
এটি একটি মানবিক আবেদন সবার কাছে।আশা করি সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন সহযোগিতা করার। যে যেভাবে সম্ভব সহযোগিতা করবো, হতে পারে সেটা আর্থিক অথবা হতে পারে এটা অন্য যেকোনো ভাবে। দেশ থেকে থেকে একজন মেডিসিনিয়ান এভাবে হারিয়ে যাক তা আমরা কখনোই চাইবো না ।
For more information you can contact us at [email protected].