অগ্নিদগ্ধ এতিম কিশোরী (ও নবজাতকের মা) সুমির প্লাষ্টিক সার্জারি প্রয়োজন :
==============================================================
সুমির বয়স মাত্র ১৮ বছর, বাড়ি ঝিনাইদহ জেলার, মহেশপুর উপজেলার, বেদবাড়িয়া গ্রামে। কৈশোর পার না হওয়া মেয়েটি এখন পার করছে অবর্ণনীয় এক কষ্টের জীবন। একটার পর একটা বিপদ তার জীবনে!
মাত্র ৭ বছর বয়সে আগুনে পড়ে তার পিঠ পুড়ে যায়। তখন তার বাবা সাধ্যমত চিকিৎসা করায়। চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সুমি। এরপর নেমে আসে বিপদের মেঘ। কিছুদিন পর তার বাবা মারা যায়। তার মা আর তার অপর ২ বোন সহ তাদের আশ্রয় হয় নানার বাড়িতে। বাবা মরার কয়েকমাস হতে না হতেই তার মা অন্যজনকে বিবাহ করে নতুন সংসার শুরু করেন। তারা ৩ বোন পুরোপুরি এতিম হয়ে পড়ে। দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে সুমি বড় হতে থাকে।
এক সময় গ্রামবাসীর সহযোগিতায় সুমিকে বিয়ে দেওয়া হয়। সুমির কোল আলো করে কন্যা সন্তানের জন্ম হয়। সুখের সংসারে ছন্দ পতন ঘটে, তার পিঠের পোড়াস্হানে আবার নতুন করে ঘা দেখা দেয়। তার স্বামী চিকিৎসা করাতে নারাজ। স্বামী চিকিৎসা করানোর নামে সুমিকে টাকা আনতে বলে। অসহায় এতিম মেয়েটি নানার বাড়িতে কিছু জমি ছিল এবং পালিত একটি গরু বেঁচে দিয়ে ১ লাখ টাকা স্বামীর হাতে তুলে দেয়। টাকা নিয়ে স্বামী লাপাত্তা। সুমিকে চিকিৎসা করানোর পরিবর্তে তাকে তালাক দিয়ে দেয়। এই বিষয়ে সুমি থানায় মামলা করে, কিন্তু তাতে কোন ফল হয়নি। এখন এই অসহায় মেয়েটি তার ৫ মাস বয়সী সন্তানসহ তালাকপ্রাপ্তা গৃহহীন। দেখাশোনার মত কেউ নেই, পোড়াস্হানে জরুরি চিকিৎসা দরকার, ভীষণ জ্বালাপোড়া।
চলুন, অকূল পাথারে ভাসমান নিরুপায় অসহায় এতিম মেয়েটি এবং তার ৫ মাস বয়সী সন্তানের পাশে দাঁড়াই !
সুমি প্রয়োজন জরুরি প্লাষ্টিক সার্জারি ! ডাক্তার সিদ্দিকী কমিউনিটি সাপোর্ট হিসাবে অনেক প্লাষ্টিক সার্জারি করেন। প্লাষ্টিক সার্জারির জন্য প্রায় দুলাখ টাকা প্রয়োজন হলেও তিনি গরিব মেয়েটির জন্য ৬০ হাজার টাকার মধ্যে করে দিতে পারবেন বলে আশাবাদী ! কিন্তু, আনুষঙ্গিক খরচ ( বেশ কয়েকবার ঢাকা আসা যাওয়া, থাকা, খাওয়া ও ওষুধের জন্য ) ৪০ হাজার হতে পারে ! ১ লক্ষ টাকা সুমির অগ্নিদগ্ধ জীবনে শারীরিক কষ্ট লাঘব করতে পারে ! আসুন, সুমি ও তার নবজাতকের পাশে দাঁড়াই!
If you need further information, please contact:
Fahmida Khatun: [email protected]
Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.
Project created on 3/12/2022