আমি ইমতিয়াজ হাসান, আপনারা অনেকেই হয়তো ইতোমধ্যে জানেন আমার ওয়াইফ তাহসিন জান্নাত (২৫) গত দুই বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছেন। তিনি ২০২২ সালে ৮ মাস গর্ভকালীন সময়ে হজকিন্স লিম্ফোমা ( Hodgkin's Lymphoma, Nodular Sclerosing variety) নামক এক ধরনের ব্লাড ক্যান্সারে (স্টেজ-২) আক্রান্ত হন। পরবর্তীতে ২ বছর দেশে ও চেন্নাই অ্যাপোলো ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি ( 1 cycle COPP & 6 cycle ABVD) ও রেডিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ২০২৩ এর মে মাসে শারীরিক অবস্থার উন্নতি এবং স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে সক্ষম হন।
কিন্ত ডিসেম্বর ২০২৩ এ তার শরীরে আবার ক্যান্সারের লক্ষ্মণ প্রকাশ পায়। চেন্নাইয়ের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা এ বছর এপ্রিলে আবার ফলো-আপ করলে PET CT Scan রিপোর্টে দেখা যায় ক্যান্সারটি স্টেজ-৪(Relapse/Recurrence, Involvement of multiple lymph nodes) এ আছে এবং তার বোনম্যারো-সহ আক্রান্ত হয়েছে। এই অবস্থায় আবার নতুন করে স্যালভেজ কেমোথেরাপি( ICE Protocol) শুরু হয়েছে। ডাক্তারের পরামর্শ মতে এরপরের ধাপের চিকিৎসা হিসেবে তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন, যার জন্য আমাদের হাতে সব মিলিয়ে আনুমানিক ৩ মাস সময় আছে।
ডাক্তারের ভাষ্যমতে এই রোগটিতে সময়মত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব। কিন্তু গত ২ বছরের টানা চিকিৎসায় আমি ও আমাদের উভয় পরিবার আর্থিকভাবে অনেকটা দূর্বল হয়ে যাই। গত ২ বছরে চিকিৎসায় প্রায় ৪০ লক্ষ টাকার মত লাগে যা আমাদের দুইজনের পরিবার থেকে বহন করি।
সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে আরো আনুমানিক ৪৫ লক্ষ টাকা প্রয়োজন যা জোগাড় করা এই মূহুর্তে আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হচ্ছে।
আমাদের ২ বছর বয়সী একটি পুত্র সন্তান আছে- তার সুুন্দর একটা ভবিষ্যতের জন্য, তার মায়ের বেঁচে থাকার জন্য এই মুহূর্তে আপনাদের আর্থিক সহায়তা আমাদের নিতান্ত প্রয়োজন।
For more information, please contact, Ehsan Nazim:[email protected]
Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.
Project created on 05/12/2024