প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য দুইটি পরিবহনের প্রয়োজন
===========================================================================ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হুদা দুর্গাপুর গ্রামের অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ২৩০ জন। দুইটি ইউনিয়নের ৩৫টি গ্রামের প্রতিবন্ধী ছেলে মেয়েরা এই বিদ্যালয়ে ফ্রিতে লেখাপড়া সুযোগ পাচ্ছে।
ভিন্নভাবে সক্ষম এই সকল শিক্ষার্থীদের বিশেষ যত্নে আনা নেওয়া করা হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষের পর্যাপ্ত পরিবহন না থাকায় ছেলে মেয়েদের আনা নেওয়া সমস্যা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষের এই সকল শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য অংকুর ফাউন্ডেশনের কাছে দুইটি পরিবহনের জন্য আবেদন করেছেন।
দুটি নতুন পরিবহনের জন্য প্রয়োজন ৩ লক্ষ টাকা।
For more information, please contact: Fahmida Khatun: [email protected]
Your donation is tax-deductible in the USA. Please use your PayPal-generated receipt for tax purposes.
Project created on 4/8/2023