কিছুদিন ধরে কেমন যেন অশান্তি লাগছিল। কিছু ভালো লাগতো না। হঠাৎ একদিন দেখি শরীরে চাকা চাকা উঠছে। কালচে দাগ। কয়েক দিনের ব্যবধানে শরীরটা কালো হয়ে যায়। এর মধ্যে শুরু হয় ব্লিডিং! রক্তের রং একেবারেই কালো! অল্প দু'একদিনের ব্যবধানে আমি বেশ দুর্বল হয়ে যাই!
প্রথমে কক্সবাজার সদরে হাসপাতালে যাই। সেখানে কোন ভালো ফলাফল না পেয়ে অন্য অনেকের পরামর্শে প্রথমে ইউনিয়ন হাসপাতাল ও পরে সী সাইড হাসপাতালে ভর্তি হই। সেখানে প্রায় পনের ষোল ধরনের টেস্টের পর জানানো হয়, আমার রক্তের কোন খারাপ অসুখ হয়েছে। আমি তখনো জানি না, কী অসুখ! কয়েকদিন পর আরো কিছু টেস্টের পর আমি জানতে পারি আমার লিউকেমিয়া হয়েছে। তখন উঠে দাঁড়ানোর বা নিজে নিজে হাঁটার শক্তি আমার নেই। Read More
বিলকিছ বেগমের চিকিৎসার জন্য আপনার সাহায্য সাহায্য দরকার। রেডিয়েশন থেরাপি ও আনুষাঙ্গিক চিকিৎসা ও ওষুধপত্রের জন্য আড়াই লাখ টাকা দরকার। আপনারা পাশে দাঁড়ালে এই অর্থ সংগ্রহ করা অবশ্যই সম্ভব হবে। বিদেশ থেকে অংকুর ইন্টারন্যাশানালের মাধ্যমে সাহায্য করা যাবে। বাংলাদেশ থেকে সাহায্যের জন্য Read More